২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মাদক মামলায় যুবলীগ নেতার কারাদণ্ড

মাদক মামলায় যুবলীগ নেতার কারাদণ্ড - ছবি : সংগৃহীত

বরগুনার বেতাগীতে মাদক মামলায় তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো: সোহেলকে বরগুনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২০ জুন ২০ পিস ইয়াবাসহ হোসনাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো: সোহেলকে আটক করে বেতাগী থানা পুলিশ। পরে বেতাগী থানার উপ-পরিদর্শক (এসআই) মো: ইব্রাহীম তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় তাকে হাজতে পাঠানোর এক মাসের মধ্যে জামিনে মুক্ত হন সোহেল।

জামিনে মুক্তির তিন বছর পর মঙ্গলবার ম্যাজিস্ট্রেট মো: রাসেল মজুমদার তাকে তিন বছরের সাজাসহ পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

রায় ঘোষণার পর তাকে বরগুনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সেলিনা খাতুন ও আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিমল কান্তি গুহ।


আরো সংবাদ



premium cement