০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


বরগুনায় বাঁধে ১৩ বছরে ১৩ বার সংস্কার, সম্ভব হয়নি পুননির্মাণ

- ছবি : নয়া দিগন্ত

ঘূর্ণিঝড় সিডর-আইলায় বিধ্বস্ত হয়ে ভেঙ্গে গেছে বরগুনায় ৩৭ কিলোমিটার বেড়িবাঁধ। সিডরের পর ১৩ বছরে ১৩ বার সংস্কার করার পরও বর্তমানে বাঁধটির বেহোল দশা। কিন্তু এখনো সেটি পুননির্মাণের কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা।

উপকূলীয় জেলা বরগুনায় ৩৭ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ঘূর্ণিঝড় সিডর, আইলা, মহাসেন, ফণীসহ একাধিক প্রাকৃতিক দুর্যোগে প্রায় সাড়ে পাঁচ শ’ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। ওই বাঁধ এখনো সম্পূর্ণ মেরামত না হওয়ায় বিলীন হয়ে গেছে বহু বসতবাড়ি, গাছপালা এবং কয়েক শ' একর ফসলি জমি।

পাথরঘাটার পদ্মার ইউপি সদস্য আবু বকর সিদ্দিক বলেন, বেড়িবাঁধ ভেঙে যাওয়ার ফলে ওই এলাকার মানুষ ঝুঁকি নিয়ে বসবাস করলেও সরকারের সংশ্লিষ্ট বিভাগ কোনো উদ্যোগ নিচ্ছেন না। সিডরের পর একটি বেড়িবাঁধ নির্মাণ করেছিল পানি উন্নয়ন বোর্ড। যতবার এই বেড়িবাঁধ ভাঙে ততবার সেটি সংস্কার করা হয়। এভাবে গত ১৩ বছরে বাঁধটি ১৩ বার সংস্কার করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী কাইছার আলম বলেন, ‘বরগুনা জেলার ২২টি পোল্ডারের ক্ষতিগ্রস্ত বাঁধের টেকসই সংস্কার ও ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ নিতে ইতোমধ্যে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। ওই প্রকল্পটি অনুমোদন হলে বরগুনা জেলার কোনো এলাকায় আর এ সমস্যা থাকবে না।

এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক মো: মোস্তাইন বিল্লাহ বলেন, এ বাঁধটি ভেঙে যাওয়ার পর আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আপাতত দ্রুত সংস্কার কাজ করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বাঁধ প্রকল্প হাতে নিয়েছে। মন্ত্রণালয়ে অনুমোদন হলে টেকসই সুরক্ষা বাঁধ নির্মাণ হবে।


আরো সংবাদ



premium cement
পবিত্র ওমরাহ পালন করলেন মির্জা ফখরুল রাশিয়ার সাথে সংলাপ অব্যাহত রাখতে হবে : ম্যাক্রোঁ বাল্যবিবাহ ঠেকানোয় বিষপানে তরুণীর আত্মহত্যা মে মাসে দেশে বৃষ্টির সর্বকালের রেকর্ড ভাঙবে! দিল্লি বিমানবন্দরে বাংলাদেশী গার্মেন্টসের রফতানি বাড়ায় ভারতীয়দের আপত্তি উত্তর গাজায় পূর্ণ দুর্ভিক্ষের বিষয়ে হুঁশিয়ারি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করতে জনগণের প্রতি রিজভীর আহ্বান প্রয়োজনে শুক্রবারও ক্লাস হবে : শিক্ষামন্ত্রী উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা কায়রোতে প্রতিনিধিদল পাঠানোর দাবি ইসরাইলের বিরোধীদলীয় নেতার পাথরঘাটায় ট্রলারের সাথে ট্রলারের থাক্কা, জেলে নিখোঁজ

সকল