২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

এক মাছের দাম ২ লাখ সাড়ে ৪৭ হাজার টাকা!

এক মাছের দাম ২ লাখ সাড়ে ৪৭ হাজার টাকা! - নয়া দিগন্ত

বরগুনার পাথরঘাটায় সুন্দরবন এলাকার জেলেদের জালে ধরাপরা একটি ভোল মাছ সাড়ে চার লাখ টাকা মণ হিসাবে বিক্রি হয়েছে। মাছটির ওজন হয়েছে ২২ কেজি। তাতে দাম আসে ২ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা।

শনিবার সকালে দেশের বৃহত্তর মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটের সগির মিয়ার আড়ৎ থেকে মাছটি ক্রয় করেন ইউসুফ মিয়া নামের এক মৎস্য পাইকার। আড়ৎদাড় সগির হোসেন জানান, শনিবার সকালে সুন্দরবন এলাকার জেলে সুকুমার বহাদ্দার আমার আড়তে মাছটি নিয়ে এলে খোলা ডাকের মাধ্যমে ইউসুফ মিয়া চার লাখ পঞ্চাশ হাজার টাকা মণ দাম হাঁকে।

ইউসুফ মিয়া জানান, আন্তর্জাতিক বাজারে এই ভোল মাছের ব্যাপক চাহিদা থাকায় আমি এটি সাড়ে চার লাখ টাকা মণে ক্রয় করেছি।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ভোল মাছ সচরাচর পাওয়া যায় না। মূলত এই মাছের চাহিদা অনেক বেশি থাকায় এত দামে বিক্রি হয়েছে।


আরো সংবাদ



premium cement