২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বরগুনায় অসহায় ৪ হাজার পরিবার পেলো ঈদ উপহার

সার্কিট হাউজ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ উপহার বিতরণ করে জেলা প্রশাসন -

বরগুনায় স্থানীয় বিত্তবানদের কাছ থেকে সংগৃহীত ও নিজস্ব তহবিলের সমন্বয়ে প্রায় ১৪ লাখ টাকা ব্যয় করে চার হাজার অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার দিয়েছে জেলা প্রশাসন। সার্কিট হাউজ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে শনিবার এসব ঈদ উপহার বিতরণ করা হয়।

প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি চিনি, আধা কেজি তেল, এক প্যাকেট সেমাই, এক প্যাকেট দুধ ও এক কেজি লবণ দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নূর হোসেন সজল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জালাল উদ্দিন প্রমুখ।

এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, করোনা ভাইরাসের এই মহামারির সময় বরগুনার কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।


আরো সংবাদ



premium cement