১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


শ্রীবরদী-ঝিনাইগাতী সীমান্তে কাঁচা রাস্তায় দুর্ভোগ

-

শেরপুরের শ্রীবরদী-ঝিনাইগাতী সীমান্ত রাস্তা থেকে প্রায় আধা কিলোমিটার দক্ষিণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ি ক্যাম্প। বিজিবি জওয়ানরা কাঁচা রাস্তা দিয়েই ছোট বালিজুড়ি, খাড়ামোড়া, রাঙ্গাজান, খ্রিষ্টানপাড়া ও দুধনইসহ বিভিন্ন সীমান্ত পয়েন্টে টহল কার্যক্রম পরিচালনা করেন। বিজিবি ক্যাম্প থেকে সীমান্ত সড়ক পর্যন্ত আধা কিলোমিটার রাস্তাটি এখনো কাঁচা রয়েছে। ফলে অল্প বৃষ্টিতেই ওই রাস্তা দিয়ে মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এ কারণে বিজিবি জওয়ানদের প্রায়ই হেঁটে পাকা রাস্তায় উঠতে হয়। বৃষ্টি বাদলের দিনে কাদা ও শুকনা মৌসুমে ধুলায় পরিণত হয়। এতে প্রতিনিয়ত বিজিবি জওয়ানদের টহল কার্যক্রমে অনেকটাই ব্যাহত হচ্ছে। সীমান্ত সড়ক থেকে তাওয়াকুচা বিজিবি ক্যাম্প পর্যন্ত আধা কিলোমিটার রাস্তাটি পাকাকরণ হলে দায়িত্ব পালনে বদলে যাবে ওই ক্যাম্পের সদস্যদের কার্যক্রম। সেবার মান হবে আরো উন্নত। তাওয়াকুচা ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার আলা উদ্দিন বলেন, পাকা রাস্তা থেকে ক্যাম্পের দূরত্ব প্রায় আধা কিলোমিটার রাস্তা এখনো কাচা। বর্ষা মওসুমে রাস্তাটি কাদায় ও শুকনা মৌসুমে ধুলায় পরিণত হয়। যার কারণে বিজিবি সদস্যদের কর্তব্য পালনে কষ্ট হয়। রাস্তাটি পাকা হলে আমাদের টহল কার্যক্রম পরিচালনা করতে অনেক সুবিধা হবে। এ ছাড়া আমাদের ক্যাম্প থেকে সীমানার দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার। এর পুরোটাই কাঁচা রাস্তা। এ ছাড়া খাড়ামোড়া ও রাঙ্গাজান সীমানায় যেতে সোমেশ্বরী নদীতে ব্রিজ না থাকায় নদী পাড়াপাড়ও অনেক কষ্টকর। তারপরও থেমে নেই আমাদের টহল কার্যক্রম। ব্রিজ ও রাস্তা পাকা হলে বিজিবির সেবার মান বেড়ে যাবে।

 


আরো সংবাদ



premium cement
রাজধানীর কাঁচাবাজারে চড়া দাম, হিমশিম খাচ্ছে ক্রেতারা কুলাউড়ার ট্রলি উল্টে চালক নিহত আমের দাম বাড়ার কারণ জানালেন কৃষিমন্ত্রী বান্দরবানে কেএনএফের নারী শাখার প্রধান সমন্বয়ক আকিম বম গ্রেফতার নিক্সন চৌধুরীরর বিরুদ্ধে উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্লে-অফের ১টি জায়গার জন্য লড়াইয়ে ৩ দল, ধোনি, কোহলি, রাহুলদের কে পাবেন টিকিট? ফরিদগঞ্জে ২৪ ঘণ্টায় ২ জনের আত্মহত্যা মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে ৫২ হাজার কোটি টাকা খরচ হচ্ছে কেন? মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত রাফা অভিযান : ইসরাইলকে সতর্কবার্তা ১৩ পররাষ্ট্রমন্ত্রীর ‘অজানা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের’ পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

সকল