০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


তেঁতুলিয়া নদীতে ভাঙন প্রকল্প গ্রহণের দাবিতে বাউফলে সমাবেশ

-

পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীর অব্যাহত ভাঙনরোধে টেকসই প্রকল্প গ্রহণের দাবিতে গত শুক্রবার বিকেলে সমাবেশ করেছেন নদীপাড়ের নিমদী, ধানদী, ডালিমা ও তঁাঁতেরকাঠি এই চার গ্রামের লোকজন।
স্থানীয় নাজিরপুর ইউনিয়ন পরিষদের সামনে জাহাঙ্গীর হোসেন তালুকদারের সভাপতিত্বে সভায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজিরপুর ইউপির চেয়ারম্যান মো: ইব্রাহিম ফারুক, জেলা পরিষদের সদস্য বাউফল প্রেস ক্লাবের আহ্বায়ক মো: হারুন-অর-রশিদ খান, মো: আমির হোসেন ব্যাপারী প্রমুখ বক্তৃতা করেন।
বক্তারা জানান, সত্তর দশক থেকে তেঁতুলিয়ার ঐতিহাসিক গঞ্জ আবে আবদুল্লাহর হাট, ভাওয়াল রাজার বংশোদ্ভূত কচুয়ার জমিদার বাড়ি, নিমদী সরকারি প্রাইমারিসহ বহু সামাজিক প্রতিষ্ঠান, শত শত ঘরবাড়ি ও হাজার হাজার একর কৃষিজমি ভাঙনে বিলীন হয়েছে। পাল্টে যাচ্ছে বাউফলের মানচিত্র। ভাঙনের কবলে হাজারো পরিবারের লোকজন ভূমিহীন হয়েছে ও পেশা হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি মানববিপর্যয় চলছে ভাঙনকবলিতদের। স্বাধীনতা-পরবর্তী সময়ে এ বিপর্যয় ঠেকাতে কোনো টেকসই উদ্যোগ নেয়া হয়নি।
২০১৪ সালের ১৪ আগস্ট তৎকালীন পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার এমপি, জেলা প্রশাসক অমিতাব সরকার, পুলিশ সুপার রফিকুল হাসান গনি, পানি উন্নয়ন বোর্ডের বরিশাল বিভাগীয় প্রকৌশলী বেলায়েত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম সাদিকুর রহমানসহ প্রশাসনের কর্তাব্যক্তিরা ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এসে প্রধানমন্ত্রীর নির্দেশের কথা উল্লেখ করেন; কিন্তু নদীভাঙনরোধে প্রকল্প গ্রহণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিলেও নেয়া হয়নি কোনো পদক্ষেপ।

 


আরো সংবাদ



premium cement