০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


মিয়ানমারে মায়াবতী ঘিরে আবার লড়াই শুরু

মিয়ানমারে মায়াবতী ঘিরে আবার লড়াই শুরু - ছবি : আরব নিউজ

থাইল্যান্ড সীমান্তের কাছে মায়াবতী শহরে আবার মিয়ানমারের বিদ্রোহীদের সাথে জান্তা বাহিনীর লড়াই শুরু হয়েছে। গত এক সপ্তাহ কিছুটা নীরব থাকার পর আজ শনিবার ওই লড়াই শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, এবার লড়াই শুরু হয়েছে শহরের বাইরে। এ মাসের শুরুতে থাইল্যান্ড সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ বাণিজ্য শহর মায়াবতী ঘিরে জান্তা ও মিয়ানমারের জাতিগত বিদ্রোহী কারেন ন্যাশনাল ইউনিয়নের (কেএনইউ) মধ্যে সংঘর্ষ শুরু হয়।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানে মিয়ানমারের জান্তা ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে বিদ্রোহীদের সাথে সংঘর্ষ চলছে। এ মাসের শুরুতে কেএনইউ দাবি করে, তাদের তীব্র আক্রমণের মুখে মায়াবতী শহর থেকে পিছু হটেছে জান্তা।

১১ এপ্রিল জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠী কেএনইউয়ের মুখপাত্র পাদোহ সাও তাও নি দাবি করেন, বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষকে কেন্দ্র করে মিয়ানমারের মায়াবতী সীমান্ত এলাকা থেকে সেনাদের সরিয়ে নিয়েছে দেশটির জান্তা।

সূত্র : আরব নিউজ


আরো সংবাদ



premium cement