১৬ মে ২০২৪, ০২ জৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলকদ ১৪৪৫
`


দালাইলামা-পরবর্তী পরিস্থিতির জন্য চীনা নির্দেশনা

দালাইলামা-পরবর্তী পরিস্থিতির জন্য চীনা নির্দেশনা - ফাইল ছবি

দালাইলামার মৃত্যুর পর করণীয় নিয়ে চীনা কর্তৃপক্ষ তিব্বতের বৌদ্ধ ভিক্ষুদের জন্য কঠোর নির্দেশিকা জারি করেছে। যেসব নির্দেশনা দেয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে তিব্বতের আধ্যাত্মিক নেতার ছবি প্রদর্শন, 'অবৈধ কার্যক্রম ও শাস্ত্রীয় অনুষ্ঠানে' অংশ নেয়া।

এসব নির্দেশনায় তিব্বতি জনগণের ধর্মীয় স্বাধীনতা দমন করার প্রয়াস রয়েছে বলে বিশেষজ্ঞ এবং অধিকার গ্রুপগুলো দাবি করছে।

নির্দেশনায় বলা হয়, চীনের জাতীয় ঐক্য বাধাগ্রস্ত হয়, সামাজিক স্থিতিশীলতা নষ্ট হয়- এমন কিছু করা যাবে না।

চীন দাবি করছে, দালাইলামা একজন বিচ্ছিন্নতাবাদী। তার মতাদর্শ বিচ্ছিন্নতাবাদী।

গানসু প্রদেশের কানহু তিব্বত স্বায়ত্ত্বশাসিত এলাকায় এসব নির্দেশনা জারি করা হয়। সেখানে প্রায় সোয়া চার লাখ তিব্বতি বসবাস করে।

সূত্র : ফায়ুল


আরো সংবাদ



premium cement