০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


ত্রিপুরায় ১৪৪ ধারা জারি

- ছবি : সংগৃহীত

বিপ্লব দেবের সরকার মঙ্গলবার নিজেদের অবস্থানের কথা জানিয়ে দিয়েছেন। প্রথম তারিখ ১৫ সেপ্টেম্বর। দ্বিতীয় তারিখ ২২ সেপ্টেম্বর। দু’টি তারিখ ঘোষণা করেও ত্রিপুরায় পদযাত্রা করতে পারছেন না তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এ প্রকৃত কারণ প্রথমবার অনুমতি মেলেনি পুলিশের। আর দ্বিতীয়বার, সরকারের গেরো। আর তা নিয়ে আদালত পর্যন্ত গড়ায় বিষয়টি।

ঠিক কী ঘটেছে?‌
আগামী ২২ সেপ্টেম্বর ত্রিপুরায় পদযাত্রা করতে চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে ত্রিপুরা হাইকোর্ট ত্রিপুরা সরকারকে নির্দেশ দিয়েছিল যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিলের অনুমতি নিয়ে সরকারের নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে। মঙ্গলবার বিপ্লব দেবের সরকার নিজেদের অবস্থানের কথা জানিয়ে দিল। সেখানে বলা হয়েছে, কোভিড আবহে এবং পুজোর কথা মাথায় রেখে ৪ নভেম্বর পর্যন্ত রাজ্যে কোনো রাজনৈতিক মিটিং, মিছিল বা সভা করা যাবে না। হলফনামা দিয়ে ত্রিপুরা হাইকোর্টকে এই কথাই জানায় ত্রিপুরা সরকার।

এই হলফনামার পরই ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কারণ উত্তর–পূর্বের রাজ্যে ১৪৪ ধারা জারি করা হচ্ছে আজ থেকে। তা নিয়ে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। রাজ্যের নীতির বিষয়ে ত্রিপুরা হাইকোর্টও হস্তক্ষেপ করতে চাইছেন না। সুতরাং আগামী ৪ নভেম্বর পর্যন্ত মিছিল, মিটিং, জমায়েত বন্ধ থাকছে।

এই পদযাত্রা নিয়ে তৃণমূল কংগ্রেস ত্রিপুরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। তাদের আবেদনে উল্লেখ করা হয়েছিল, বারবার আবেদন করা সত্ত্বেও সরকারের পক্ষ থেকে সাড়া দেয়া হচ্ছে না। তারপরেই ত্রিপুরা হাইকোর্টের পক্ষ থেকে সরকারকে তাদের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দেয়া হয়। সাথে সাথে সাড়া দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে বিপ্লব দেবের সরকার। তার প্রেক্ষিতে আদালত জানিয়ে দেয়, প্রশাসনিক সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ নয়।


আরো সংবাদ



premium cement
নওগাঁয় ইট ভাঙার মেশিনের চাপায় নিহত ১ গণতন্ত্র-সুশাসনের জন্য সর্বশেষ লড়াইয়ের প্রস্তুতি নেয়ার আহ্বান রিজভীর বাংলাদেশে পেঁয়াজ রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহার ভারতের রেজিস্ট্রিবিহীন হজ পালন কমাতে নতুন পদক্ষেপ ঘোষণা সৌদি আরবের নির্বাচনের কথা আপনাদের মুখে মানায় না : মির্জা আব্বাস তেল আবিবে ইরাকি গ্রুপের হামলা ফিলিস্তিন সঙ্কট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মুসলিম উম্মাহ : পররাষ্ট্রমন্ত্রী নোয়াখালীতে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ কোভিড ভ্যাকসিনে মস্তিষ্কে ক্ষতি, মামলা জয়ে এগিয়ে ভুক্তভোগী যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করলে হামাসকে বহিষ্কার : যুক্তরাষ্ট্রের হুমকি বুমেরাং হতে পারে গাজায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে রাজধানীতে শিবিরের বিক্ষোভ

সকল