১৬ মে ২০২৪, ০২ জৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলকদ ১৪৪৫
`


উত্তেজনার মধ্যে আবারো কানাডার নাগরিককে চীনের মৃতুদণ্ড

চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মেং ওয়াংঝু - সংগৃহীত

চীনের একটি আদালত মাদক চোরাচালানের অভিযোগে কানাডার আরো এক নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে। দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের একটি আদালত মঙ্গলবার এক রায়ে ঘোষণা করে, কানাডার নাগরিক ফ্যান ওয়েই’সহ আরো ১০ জনকে আন্তর্জাতিক মাদক সিন্ডিকেট পরিচালনার দায়ে মৃত্যুদণ্ড দেয়া হলো। ওই ১০ জনের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর একজন করে নাগরিক রয়েছেন।

এই সিন্ডিকেট ২০১২ সালের জুলাই থেকে নভেম্বর মাস পর্যন্ত তাইশান শহরে মাদক বিক্রি করেছে। তারা অন্যান্য মাদকের সঙ্গে ৬৩ কেজি মেটাফেটামিন উৎপাদন ও বিক্রি করেছে। এদের মধ্যে ফ্যান এবং চীনা এক নাগরিককে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে এবং বাকিরা বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পেয়েছে। দণ্ডপ্রাপ্তরা এ রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করার জন্য ১০ দিন সময় পাবেন।

এদিকে কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড চীনা আদালতের এ রায়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে। তিনি বিশ্বের যেকোনো দেশে মৃত্যুদণ্ডের শাস্তির বিরোধিতা করেন। চীন সরকার ফ্যানের অপরাধকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে বলে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আশা প্রকাশ করেছে।  

গত বছরের শেষ দিকে কানাডার সঙ্গে চীনের সম্পর্কে উত্তেজনা সৃষ্টি হওয়ার পর এ নিয়ে চীনে কানাডার দ্বিতীয় নাগরিককে মাদক চোরাচালানোর দায়ে মৃত্যুদণ্ড দেয়া হলো। গত জানুয়ারি মাসে কানাডার নাগরিক রবার্ট লয়েড শেলেনবার্গকে মৃত্যুদণ্ড দেয় চীন।

উল্লেখ্য, মার্কিন অনুরোধে সাড়া দিয়ে গত বছরের ডিসেম্বরে চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মেং ওয়াংঝুকে গ্রেফতার করে কানাডা।  মেং ওয়াংঝু হুয়াওয়ের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট রেন ঝেংফেইয়ের মেয়ে।  ওয়াশিংটন দাবি করছে, ইরানের ওপর আরোপিত মার্কিন একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা লঙ্ঘন করে তেহরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন করেছেন ওয়াংঝু। এই ঘটনার পর বেইজিং অটোয়াকে সতর্ক করে দিয়ে জানায়, ওয়াংঝুকে আমেরিকার হাতে তুলে দিলে কানাডাকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। সূত্র : পার্স টুডে।


আরো সংবাদ



premium cement
মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন স্থগিত নতজানু বলেই জনগণের স্বার্থে যে স্ট্যান্ড নেয়া দরকার সেটিতে ব্যর্থ হয়েছে সরকার ইংল্যান্ডের এজবাস্টন স্টেডিয়ামে দেখা যাবে ভারত-পাকিস্তান ম্যাচ গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়ায় হত্যাকাণ্ডের বিচারের দাবি উপজেলা চেয়ারম্যানের ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন চীন-রাশিয়া সম্পর্ক ‘শান্তির জন্যে সহায়ক’ : শি পাপুলের শ্যালিকা জেসমিন ও কর কর্মকর্তাসহ ৩ জনের নামে দুদকের মামলা ১০৮ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন সিঙ্গাপুরকে ‘নিজেদের মতো করে’ চালাতে চান নতুন প্রধানমন্ত্রী লরেন্স কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রীর মৃত্যু আজ থেকে বাজারে মিলবে চুয়াডাঙ্গার আম

সকল