০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


মাহাথিরের অতীত অভিজ্ঞতা দেশের জন্য অবদান রাখতে পারবে : আনোয়ার ইব্রাহিম

মাহাথিরের অতীত অভিজ্ঞতা দেশের জন্য অবদান রাখতে পারবে : আনোয়ার ইব্রাহিম - সংগৃহীত

মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে বিজয়ী হতে আনোয়ার ইব্রাহিমের সহকর্মী ও সমর্থকদের সমর্থন পেতে প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ তাকে ব্যবহার করেছেন বলে স্বীকার করেছেন পিকেআর নেতা।

তবে পিকেআর-এর ডি-ফ্যাক্টো নেতা জানিয়েছেন, এ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। কারণ পাকাপান হারাপানের এজেন্ডা বাস্তবায়নে মাহাথির প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিবিসির লায়স ডুসেটকে বলেন, ‘অতএব, যতক্ষণ পর্যন্ত আমরা একটি পরিপক্ব গণতন্ত্রের দিকে অগ্রসর হব, ততক্ষণ পর্যন্ত আমার জন্য ঠিক আছে। দুর্নীতি এবং অতীতের যেসব অত্যাচার করা হয়েছে, তা দূর করার জন্য আমরা কাজ করছি।’


তার এক সময়ের শত্রু ও বর্তমানে মিত্রে পরিণত হওয়ার মাহাথির তার উদ্দেশ্য বাস্তবায়নের তাকে (আনোয়ার) ব্যবহার করার বিষয়ে তিনি চিন্তিত ছিলেন কিনা-ডুসেটের এমন প্রশ্নের জবাবে সাবেক উপ-প্রধানমন্ত্রী বলেন, ‘রাজনীতিতে একজন আরেকজনকে ব্যবহার করেই থাকেন। এটা খুবই স্বাভাবিক ঘটনা।’

সমকামিতা ও দুর্নীতির অভিযোগে আনোয়ারের কারারুদ্ধের জন্য অনেকেই মাহাথিরকে দায়ী করে থাকেন। গত ৯ মে দেশটির সাধারণ নির্বাচনে পিএইচ জোট বিপুল বিজয় লাভ করে।

গত মাসে আনোয়ারকে রাজকীয় আদেশে ক্ষমা করে দেয়া হয় এবং সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের প্রশাসনের অধীনে পাঁচ বছর মেয়াদের কারাবাস থেকে মুক্তি পান।

মাহাথিরের সংস্কার প্রসঙ্গে আনোয়ার জানান, দেশকে কার্যকরভাবে নেতৃত্ব দিতে তিনি মাহাথিরকে সময় দিতে চান।

দুর্নীতির দায়ে অভিযুক্ত ‘উমনো’ পার্টির সাবেক প্রধানকে মন্ত্রিসভায় ফিরিয়ে আনা প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করা হয়।

আনোয়ার জানান, এই বিষয়ে তিনি তার উদ্বেগকে অস্বীকার করছেন না এবং এ নিয়ে তিনি মাহাথিরের কাছে প্রশ্নও তুলেছেন।

আনোয়ার বলেন, ‘তিনি (মাহাথির) আমাকে বলেছেন, তাদের মধ্যে এ নিয়ে ভাল বোঝাপড়া হয়েছে এবং তার অতীত অভিজ্ঞতা দেশের জন্য অবদান রাখতে পারবে।’


আরো সংবাদ



premium cement
নিপীড়িতরাই বিজয়ী হ‌বে : রিজভী ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থীদের ওপর ইসরাইলি সমর্থকদের হামলা অবিলম্বে ১০ম ওয়েজবোর্ড গঠন করুন : বিএফইউজে ও ডিইউজে নেতারা হজ ব্যবস্থাপনায় অনেক ইতিবাচক পরিবর্তন আসবে : ধর্মমন্ত্রী ই-মেইলে বোমার হুমকি : বন্ধ দেয়া হলো দিল্লির ১০০ স্কুল হাসপাতালের পৌঁছেছেন খালেদা জিয়া নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আ'লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি হাসপাতালের উদ্দেশে রওনা হলেন খালেদা জিয়া বৃহস্পতিবার স্কুল-কলেজ খোলা না বন্ধ, সিদ্ধান্ত জানায়নি শিক্ষা মন্ত্রণালয় দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে আকস্মিক বন্যার সতর্কতা জারি সকল দল-মতের মানুষকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান মির্জা ফখরুলের

সকল