০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


ভয়াবহ আগুন কিউবার তেল গুদামে

ভয়াবহ আগুন কিউবার তেল গুদামে - ছবি : সংগৃহীত

এখনো আগুন জ্বলছে কিউবার মূল তেল গুদাম মাতানজাসে। ভেনেজুয়েলা এবং মেক্সিকো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

কীভাবে আগুন
কিউবার প্রশাসন জানিয়েছে বাজ পড়ে আগুন লেগেছে ওই তেল গুদামে। একটি তেলের ট্যাঙ্কারে প্রথমে আগুন লেগেছিল। কিন্তু তা দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। এই মুহূর্তে তৃতীয় ট্যাঙ্কটিতে আগুন লেগেছে। আরো পাঁচটি ট্যাঙ্ক তার পাশে আছে।

কিউবার দমকলবাহিনী এখনো আগুন না লাগা পাঁচটি ট্যাঙ্কে ক্রমাগত পানি দিয়ে সেগুলো ঠাণ্ডা রাখার চেষ্টা করছে। কিউবার সেনা ইঞ্জিনিয়াররা তৃতীয় ট্যাঙ্কের থেকে বাকি পাঁচটি ট্যাঙ্কের মাঝখানে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে। যাতে আগুন ছড়ালেও তা অন্য ট্যাঙ্কগুলো পর্যন্ত পৌঁছাতে না পারে।

মেক্সিকো এবং ভেনেজুয়েলার সাহায্য
দুই দেশই তাদের দমকলকর্মীদের কিউবায় পাঠানোর কথা জানিয়েছে। সকলে মিলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

রাজধানী হাভানা থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত মাতানজাস তেল গুদাম। একে সুপার অয়েল ট্যাঙ্কার বলা হয়। এক একেকটি ট্যাঙ্কে তিন লাখ ব্যারেল করে তেল ধরে। ইতোমধ্যেই তিনটি ব্যারেলে আগুন লেগেছে। অর্থাৎ, প্রায় নয় লাখ ব্যারেল তেল নষ্ট হয়েছে। এতে বিপুল ক্ষতি হয়েছে কিউবার।

আগুনের পরিস্থিতি দেখতে গিয়ে আহত হয়েছেন কিউবার বিদ্যুৎমন্ত্রী। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি যখন সেখানে ছিলেন, তখন একটি ট্যাঙ্কে বিস্ফোরণ হয়। বস্তুত, আগুন নেভাতে গিয়ে এখনো পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। ১৭ জন নিখোঁজ। ১২০ জন আহত হয়েছেন।

স্থানীয় গভর্নর জানিয়েছেন, দূর থেকে আগুন দেখে মনে হচ্ছে, বিরাট বিরাট ট্যাঙ্কে অলিম্পিকের আলো জ্বলছে। গোটা এলাকা ধোঁয়ায় ভরে গেছে। ১০০ কিলোমিটার দূরে হাভানা থেকেও ধোঁয়া এবং আগুন দেখা যাচ্ছে।


আরো সংবাদ



premium cement
গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় পূর্ব আফ্রিকায় মানবিক সঙ্কটের অবনতির হুমকি স্বরূপ এ জে মোহাম্মদ আলীর সম্মানে সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ ঘোষণা অনির্দিষ্টকালের জন্য সারাদেশে কর্মবিরতিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে বাংলাদেশ-মিসরের আলোচনা দুই অঞ্চলে ঝড়ের আভাস আ’লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের খারকিভ-নিপ্রো অঞ্চলে আহত ৬ যুদ্ধবিরতি : নিজেদের অবস্থান পরিষ্কার করল হামাস কাশ্মিরে ভারতীয় বিমানবাহিনীর গাড়িতে হামলা, হতাহত ৫ সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলল সেদিন কেন এমন করেছিলেন শাহরুখ!

সকল