১৬ মে ২০২৪, ০২ জৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলকদ ১৪৪৫
`


আফগানিস্তানে চীনা ও রাশিয়ান প্রভাব বিস্তারের শঙ্কা আছে : মার্কিন জেনারেল

জেনারেল ফ্র্যাংক ম্যাকেনজি - ছবি সংগৃহীত

সামরিক কর্মকর্তারা ও নিরাপত্তা বিশ্লেষকরা আভাস দিচ্ছেন যে আগামী মাসে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের পর চীন ও রাশিয়া সেখানে প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত হবে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকমের অধিনায়ক জেনারেল ফ্র্যাংক ম্যাকেনজি মিশরে ভয়েস অব আমেরিকার সাথে এক সাক্ষাৎকারে বলেন চীনের জন্য আফগানিস্তান স্পষ্টতই একটা আগ্রহের স্থান।

এশিয়া ও তার বাইরে অবকাঠামো গড়ে তোলার বিষয়ে চীনের আগ্রাসী আগ্রহের বিষয়ে তিনি বলেন, ‘যেখানেই আপনি দেখুন এ প্রকল্পগুলো মধ্যপ্রাচ্যজুড়ে রয়েছে, যেখানে আসলে এ দেশগুলো ঝুঁকির মধ্যে আছে। আমার মনে হয় সামনের দিনগুলোয় আফগানিস্তান হবে তেমনি এলাকাগুলোর মধ্যে অন্যতম।

সেন্টকমের সাবেক কমান্ডার, অবসরপ্রাপ্ত জেনারেল জোসেফ ভটেল বলেন, এতে আশ্চর্য হবার কিছু নেই যে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের পর যে শুণ্যস্থান সৃষ্টি হবে তা পূরণ করতে চাইবে চীন ও রাশিয়া।

ভটেল আরো বলেন, আমেরিকার সামরিক উপস্থিতি যখন হ্রাস পাবে তখন যুক্তরাষ্ট্রকে এটা নিশ্চিত করতে হবে যে আমাদের রাষ্ট্রদূত ও দেশের ভেতর সঙ্গতিপূর্ণ পররাষ্ট্র দফতরের মাধ্যমে কুটনীতিক অবস্থানটা যেন দৃঢ় থাকে এবং যুক্তরাষ্ট্রের তার স্বার্থ সুরক্ষিত করতে পারে। বেইজিং তার ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের মাধ্যমে বিশ্বব্যাপী তার অর্থনৈতিক শক্তি প্রদর্শন করতে পারে। চীন এর মধ্যে বলেছে, যে তারা এ কর্মসূচি আফগানিস্তানেও নিয়ে যেতে চায়।

সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement