০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


ব্রাজিলে নতুন রেকর্ড : এপ্রিলে করোনায় ৮২ হাজারেরও বেশি লোকের মৃত্যু

ব্রাজিলে নতুন রেকর্ড : এপ্রিলে করোনায় ৮২ হাজারেরও বেশি লোকের মৃত্যু -

ব্রাজিলে শুক্রবার নতুন করে করোনাভাইরাসে ২ হাজার ৫৯৫ জন মারা গেছেন। এ নিয়ে এপ্রিল মাসে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজার ২৬৬ জনে, যা দ্বিতীয়বারের মতো নতুন মাসিক রেকর্ড তৈরি করেছে।

এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়েছিল, মার্চ মাসে দেশটিতে করোনায় মারা গিয়েছিল ৬৬ হাজার ৫৭৩ জন।

ব্রাজিলের ২১ কেটি ২০ লাখ জনসংখ্যার মধ্যে করোনা মহামারীতে এ পযর্ন্ত ৪ লাখেরও বেশি লোক মারা গেছেন। প্রতি লাখে গড়ে মারা গেছে ১৮৯ জন।

ব্রাজিলে দ্বিতীয় দফায় যে তীব্র সংক্রমণ দেখা দিয়েছে তার জন্য বিশেষজ্ঞরা করোনার নতুন ধরনকে দায়ী করছেন। কারণ এটি খুবই সংক্রামক।

এদিকে ব্রাজিলে মোট জনসংখ্যার ১৩ শতাংশেরও বেশি লোক টিকার প্রথম ডোজ গ্রহণ করেছে। দ্বিতীয় ডোজ নিয়েছে ১ কোটি ৩০ লাখ লোক।

তবে দেশটির ২৭টি রাজ্যের ১৪টি শহরে স্বল্পতার কারণে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেয়া বন্ধ রয়েছে।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement