২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

মার্কিন সেনাদের প্রাণ বাঁচাতে সোলাইমানিকে হত্যা করা হয়েছে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন সেনাদের প্রাণ বাঁচাতে সোলাইমানিকে হত্যা করা হয়েছে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী - সংগৃহীত

ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পক্ষে নতুন এক ব্যাখ্যা দাঁড় করিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি শুক্রবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির এক শুনানিতে এ ব্যাখ্যা দেন।

সন্ত্রাসী হামলা চালিয়ে জেনারেল সোলাইমানিকে হত্যার পক্ষে সাফাই গাইতে গিয়ে পম্পেও বলেন, ইরানের এই জেনারেলকে হত্যা করার ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের বিপদ অনেকাংশে কমে গেছে। তিনি ইরানকে ‘সন্ত্রাসবাদের সমর্থক বিশ্বের এ নম্বর দেশ’ হিসেবে অভিহিত করার পাশাপাশি বলেন, বিশ্বের সবচেয়ে বড় ‘ইহুদি-বিদ্বেষী’ দেশ হচ্ছে ইরান।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান ও তার ছায়া বাহিনীগুলো এ পর্যন্ত ইরাকে শত শত মার্কিন সেনাকে হত্যা করেছে।

পম্পেও এমন সময় এ ব্যাখ্যা দিলেন যখন গত ৩ জানুয়ারি জেনারেল সোলাইমানিকে হত্যা করার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, বিশ্বের চারটি দেশের দূতাবাসে আসন্ন হামলা ঠেকাতে ওই হত্যাকাণ্ড চালানো হয়েছে। কিন্তু ওই চার দেশের নাম কখনোই জানায়নি ট্রাম্প প্রশাসন।

গত ৩ জানুয়ারি ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেঃ জেনারেল সোলাইমানিকে হত্যা করে সন্ত্রাসী ও দখলদার মার্কিন সেনারা। ওই হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবি’র উপ প্রধান আবু মাহদি আল-মুহানদিস’সহ মোট ১০ জন শহীদ হন। জেনারেল সোলাইমানি ইরাকের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় আমন্ত্রণে বাগদাদ সফরে গিয়েছিলেন। (পার্সটুডে)


আরো সংবাদ



premium cement
মুজিবনগরে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৩ বাগেরহাটের রামপালে ট্রাকের চাপায় নিহত ৩ ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের যেসব বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল পূর্ব আফ্রিকায় প্রবল বৃষ্টি ও বন্যা, কমপক্ষে ১৫৫ জনের প্রাণহানি সাংবাদিকদের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ তথ্য প্রচারের নিন্দা ডিআরইউর ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন উগ্র ইসরাইলি মন্ত্রী শেরে বাংলার সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন হাত কাটা বন্দীর নেতানিয়াহুর সমালোচনা ইসরাইলের আলটিমেটাম, যা বলল হামাস রাশিয়ার প্রতি চীনের সমর্থনের বিরুদ্ধে ব্লিংকেনের হুঁশিয়ারি ইতিহাস গড়া জয় পেল পাঞ্জাব

সকল