০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


ভালোবাসার কথোপকথন

-

মধ্যরাত। মোবাইলে পরিচিত কণ্ঠে আমার ভেতরে পুনর্জাগরণ ঘটেছিল বাংলার চিরচেনা নববর্ষের বার্তা নিয়ে। অনেকটা ব্যর্থতার ভাষায় নিগার বলেছিলÑ স্যরি, তোমাকে বাংলার ঐতিহ্যমাখা সবুজ শ্যামল লতাগুল্ম দিয়ে পরিবিষ্ট তালপাতার ছাউনিতে তৈরি কুঁড়েঘরের প্রতিচ্ছবি দিতে পারিনি। তবে এটা ঠিক, আমাদের উঠোনে লাগানো গাছের প্রথম ফোটা গন্ধরাজ ফুলটা তোমার হাতে তুলে দিয়ে প্রমাণ করব তোমাকে আমি কত ভালোবাসি। আমার ভালোবাসার বহিঃপ্রকাশ যদি তোমার মনের পর্দায় ভেসে ওঠে, তুমি আমাকে কী দেবে? আবেগের তাড়নায় আমি বললাম, কেন? বৈশাখী মেলা থেকে কিনে আনা মাটির জোড়া পুতুল আর রেশমি চুড়ি। নিগার বলল, আমি তোমাকে কী দেবো জানো? আমি বললাম, না বললে কী করে জানব। নিগার বলল, তালপাতার বাঁশি। ব্রহ্মপুত্র নদের পাড়ে বসে তুমি বাঁশি বাজাবে। তখন আমি তোমার শিয়রে বসে মাছরাঙা পাখির উড়ে যাওয়া দেখব। আর নদীতে বয়ে যাওয়া পালতোলা নৌকা গুনব। সন্ধ্যা অবধি যতগুলো নৌকা যাবে, সেগুলো যদি হয় জোড় সংখ্যা তাহলে তুমি জিতবে; বিজোড় হলে আমি। কি, মজা হবে না?
আমি কিন্তু কাল গায়ে চরাব লালপাড়ের সাদা জমিনের গরদ শাড়ি। খোঁপায় গুজব বেলি ফুলের মালা, কপালে দেবো প্রথম সূর্যের লাল টিপ, আলতার রঙতুলিতে চরণ রাঙাব কারুকাজে আর তোমার দেয়া রেশমি চুড়ি পরে নেবো দু’হাতে। তুমি পরবে কুমিল্লার সাদা খাদি, যাতে থাকবে লাল রঙের এলোমেলো বাংলা বর্ণমালা। নিগার, যে ভালোবাসার মায়াজালে তুমি আমাকে জড়ালে। তুমি কি জানো, তার ব্যাপ্তি বিশাল, রঙ ও রঙধনুর অধিক আর মহিমা শুধু অনুভবে পাওয়া যায়। ভালোবাসা হচ্ছে, প্রাণের শুদ্ধতম আবেগ। একে ভাষাবদ্ধ করা যায় না। মূর্ত করা যায় না কোনো ইঙ্গিত-আভাসে। শুধু ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়া যায়। নিগার বলল, সত্যিই বলেছ তুমি। ভালোবাসা ছাড়া কোনো প্রাণ নেই, নেই কোনো প্রাণী; লোকালয়। আর ভালোবাসা মানে প্রেম। প্রেম মানেই ভালোবাসার কথোপকথন, ভবিষ্যতের স্বপ্ন বুনন।
তিতাস, কুমিল্লা

 


আরো সংবাদ



premium cement
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে নৌকাডুবি, ৫০ শরণার্থীর মৃত্যুর ‌শঙ্কা ফিলিপাইনে খরায় জলাধার শুকিয়ে জেগে উঠেছে ৩০০ বছর আগের নগর ঢাকাসহ বিভিন্ন জেলায় আজ প্রবল কালবৈশাখী ও শিলাবৃষ্টি হতে পারে সাবমেরিন বিধ্বংসী স্মার্ট ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের মোস্তাফিজের মেইডেন দিয়ে আলোচনা ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন কলম্বিয়ার বাংলাদেশ-সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন আগামী ২ বছর উন্নয়নশীল এশীয় অর্থনীতির প্রবৃদ্ধি ৪.৯ শতাংশ থাকার আশা এডিবি প্রেসিডেন্টের চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে পানবরজ ছাই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অনেক অভিযোগ, রিমান্ডে নেয়া হবে : ডিবি বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ

সকল