২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৯২ জন নতুন রোগী ভর্তি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৯২ জন নতুন রোগী ভর্তি -

গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৯২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় ১৬২ জন এবং অন্য বিভাগে নতুন ভর্তি হয়েছেন ৩০ জন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১৮ হাজার ৯৩৬ জন রোগী ভর্তি হয়েছেন। এই সময়ে হাসপাতাল থেকে সেবা নিয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৯৪৩ জন। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯২২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪৬টি হাসপাতালে ৭৪৩ জন এবং অন্য বিভাগের হাসপাতালগুলোতে ১৭৯ জন ভর্তি রয়েছেন। এই সময়ে মোট মৃত্যুর সংখ্যা ৭১ জন।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement