১৫ মে ২০২৪, ০১ জৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলকদ ১৪৪৫
`


ময়ূরপঙ্খী নাও ভাসিয়ে বর্ষবরণ

ময়ূরপঙ্খী নাও ভাসিয়ে বর্ষবরণ - ছবি : নয়া দিগন্ত

দেশের অন্যতম পর্যটন এলাকা নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ উৎসব উদযাপন করা হয়েছে। রোববার শিল্পাচার্য জয়নুল আবেদীন প্রতিষ্ঠিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে ঝিলের পানিতে বর্ষবরণ উৎসবের আয়োজন করা হয়। মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ঝিলের পানিতে স্থাপিত ময়ূরপঙ্খী নৌকা মঞ্চে বাংলা নববর্ষের অনুষ্ঠানের উদ্বোধন করেন ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপ। সারাদেশ থেকে আগত লক্ষ লক্ষ দর্শনার্থী এ উৎসব উদযাপনে যোগ দেন।

বর্ষবরণ উৎসব উপলক্ষে ফাউন্ডেশনে তিন দিন ব্যাপী বৈশাখী মেলা বসেছে। মেলায় দোকানীরা তাদের পন্যের পসরা নিয়ে বসেছেন। মেলায় গ্রামবাংলার কারুশিল্পী প্রদর্শনীতে রাজশাহীর শখের হাঁড়িশিল্পী সুশান্ত পাল, সঞ্জয়পাল, মৃত্যুঞ্জয় পাল, পটচিত্র শিল্পে রতন পাল, কনিকা পাল; সোনারগাঁয়ের দারুশিল্পে বীরেন্দ্র সূত্রধর, দিপালী রানী সূত্রধর, আশুতোষ সূত্রধর, সন্ধ্যা রানী সূত্রধর, বাঁশ-বেত কারুশিল্পে শ্রী পরেশ চন্দ্র দাস, রাজকুমার দাস, নকশি কাঁথায় আলেয়া আক্তার, লাকী ইমরান, চট্টগ্রামের তালপাতার হাতপাখা কারুশিল্পে মনোয়ারা বেগম, আরফা খাতুন, মাগুরার শোলাশিল্পে শ্রী শংকর মালাকার, রামপ্রসাদ মালাকার এবং মাসব্যাপী কারুশিল্পী প্রশিক্ষণে নকশি কাঁথা কারুশিল্পে হোসনে আরা বেগম, পাটজাত কারুশিল্পে কাইফু, মোর্শেদা আক্তার, এবং নকশি হাতপাখা কারুশিল্পের প্রশিক্ষক প্রশিক্ষণার্থীগণ অংশ গ্রহণ করেন। এছাড়া মেলায় রয়েছে গ্রামীন ঐতিহ্য পুতুল নাচ, নাগর দোলা, নৌকা দোলা, বায়স্কোপ, গ্রামীণ খেলার ব্যবস্থা।

কবি আফরোজা কণার সঞ্চালনায় নৃত্যানুষ্ঠান, রবীন্দ্র গোপ রচিত বর্ষবরণ গান, বাউল গান, লালন, হাছন রাজা, শাহ আবদুল করিমের গান এবং জারি-সারিগানের সুরের মূর্ছনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৈকালিক আয়োজনে বর্ষবরণ উপলক্ষে ফাউন্ডেশনের লোকমঞ্চে লালন পাঠশালার ছোট সোনামণিদের নাচ-গান- কবিতা আবৃত্তি ও বাউল গানের আসর বসে।

এতে লোকসঙ্গীত পরিবেশন করেন শিল্পী সিন্ধা রীতা, আনিসা, রুমা গোপ, পান্না খানম, ছোট খালেক দেওয়ান, আইনাল হক বাউল ও তার দল, স্বর্ণা, সীমা, প্রাপ্তি, কাকলি সরকার প্রমুখ। হাজার হাজার দর্শক বর্ষবরণের অনুষ্ঠানমালা উপভোগ করেন।

সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ছাড়াও অন্যান্য পর‌্যটন কেন্দ্রগুলোতেও লোক সমাগম ছিলো চোখে পরার মত। ১ বৈশাখ উপলক্ষে বাংলা নববর্ষকে বরণ করতে পুরো সোনারগাঁ সেজেছে যেন ঈদ উৎসবের সাজে। লোকশিল্প জাদুঘর ছাড়াও সোনারগাঁয়ের পানাম নগর, কালা দরগাহ (সুলতান গিয়াস উদ্দিন আজম শাহর মাজার এলাকা), তাজমহলসহ অন্যান্য পর্যটন কেন্দ্রের সামনে ছিল পান্তা ইলিশের আয়োজন। নববর্ষের পোশাক পরে হাজার হাজার মানুষ এসব দোকান থেকে পান্তা ইলিশ খান।


আরো সংবাদ



premium cement
রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়ার কারণ খোঁজার ওপর মোমেনের গুরুত্বারোপ প্রথমবারের মতো দেশীয় শিং মাছের জিনোম সিকুয়েন্স উদ্ভাবন টিসিবি ২০২৫ সালের জুন পর্যন্ত পণ্য আমদানি করতে পারবে ডোনাল্ড লু-পররাষ্ট্রমন্ত্রীর আলোচনায় যেসব বিষয় গুরুত্ব পেল স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ‘ঋণ করে রিজার্ভ বাড়ানোর চেষ্টা করছে সরকার’ ১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ প্রাথমিকের শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ গোয়ালন্দে চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই, ৪ জনের যাবজ্জীবন অর্থনৈতিক অব্যবস্থাপনা ও বিদেশে অর্থ পাচারে জামায়াতের উদ্বেগ বর্তমান শাসকগোষ্ঠী মিথ্যার ওপরে টিকে আছে : মির্জা ফখরুল

সকল