০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


পাবলিক স্পিকিং কম্পিটিশনের মাধ্যমে ইডিইউ নেতৃত্ব সৃষ্টি করছে : সাঈদ আল নোমান

-

প্রত্যেকেরই ইডিওলেক্ট বা ব্যক্তিগত বাচনভঙ্গিমা রয়েছে। জনসম্মুখে বক্তৃতা কিংবা বিষয়ভিত্তিক উপস্থাপনার ক্ষেত্রে প্রায় মানুষেরই হয় আড়ষ্টতা অথবা উদ্দীপনা কাজ করে। এ ক্ষেত্রে আড়ষ্টতা দূর করে উদ্দীপনাটিকে কাজে লাগানোর মাধ্যমে কিভাবে একজন শিক্ষার্থী ইডিওলেক্টের মধ্য দিয়ে নিজস্ব^ পাণ্ডিত্য প্রকাশ করবে, তা শেখার জায়গা এই পাবলিক স্পিকিং কম্পিটিশন।
ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি এরুডিশন (পাণ্ডিত্য) কাব আয়োজিত পাবলিক স্পিকিং কম্পিটিশনের ২০১৮ পুরস্কার বিতরণকালে এ কথা বলেন বিশ^বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান।
তিনি বলেন, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে কাজ করছে। সমাজের প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে পাবলিক স্পিচ দেয়ার ক্ষমতা থাকা আবশ্যক। এরুডিশন কাব একজন শিক্ষার্থীর পাণ্ডিত্য সৃষ্টিই শুধু নয়, পাণ্ডিত্যকে প্রকাশের ক্ষমতাকেও জাগিয়ে তুলছে এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে।
‘কাম, ফাইন্ড ইওর ভয়েস’ শিরোনামে শুরু হওয়া ইডিইউ পাবলিক স্পিকিং কম্পিটিশন ২০১৮-এর গ্র্যান্ড ফিনালে গত রোববার বিশ^বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতাটি প্রথম রাউন্ডে রেজিস্ট্রেশন করা ৪০ জন প্রতিযোগীর প্রাথমিক বাছাইয়ের মধ্য দিয়ে গত ১১ নভেম্বর শুরু হয়।
দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ ১০ জন প্রতিযোগীকে নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে ১০ ফাইনালিস্টের মধ্যে সাতজনই নারী। তাদের মধ্যে চ্যাম্পিয়ন হন বিবিএর শিক্ষার্থী ওয়ারদা হাবীবা, প্রথম রানারআপ হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের এস কে মনীষা মর্তুজা রুদমিলা ও দ্বিতীয় রানারআপ হয়েছেন বিবিএর মুশাররাত সুলতানা। ফাইনালে বিচারক ছিলেন ইডিইউর স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান ও ওয়াই ওয়াই গোষ্ঠীর সিইও সজীব এম খাইরুল ইসলাম।


আরো সংবাদ



premium cement
জাল দলিলে আপনার জমি দখল হয়ে গেলে কী করবেন? আমির খানকে পাকিস্তান সেনাবাহিনীর বিশেষ সম্মাননা টানা জয়ের খোঁজে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে বাংলাদেশ ‘শুক্রবার ক্লাস নেয়ার বিষয়টি ভুল করে ফেসবুকে পোস্ট হয়েছিল’ চকরিয়ায় চিংড়ি ঘের থেকে একজনের লাশ উদ্ধার জনগণের কথা চিন্তা করে জনবান্ধব আইন তৈরি করতে হবে : আইনমন্ত্রী হাওরের ৯৭ শতাংশ বোরো ধান কাটা শেষ : কৃষি মন্ত্রণালয় শিক্ষকদের ওপর হামলাকারী শিক্ষার্থীদের বহিষ্কার চায় শিক্ষক সমিতি কিশোরগঞ্জে কালবৈশাখী ঝড়ে অন্তঃসত্তা মা ও পাঁচ বছরের ছেলের মৃত্যু ঝড়ে পড়ে যাওয়া মাদরাসা ঘর এক মাসেও মেরামত হয়নি গুচ্ছের‘বি' ইউনিটের ফল প্রকাশ, পাশ ৩১ হাজার

সকল