১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলকদ ১৪৪৫
`


সিআইইউতে মোবাইল কমিউনিকেশন বিষয়ক সেমিনার

-

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হলো মোবাইল কমিউনিকেশন বিষয়ক জমজমাট সেমিনার। সম্প্রতি নগরীর জামালখানস্থ সিআইইউ ক্যাম্পাসের অডিটোরিয়ামে স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই সেমিনারের আয়োজন করে। ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক ও শিার্থীদের উপস্থিতিতে এতে সভাপতিত্ব করেন ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল হক খান। প্রধান বক্তা ছিলেন সিআইইউর ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও লেকচারার মো: রবিউল হোসাইন। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে শিক্ষার্থীরা মোবাইল নেটওয়ার্ক নিয়ে নানা ধরনের প্রশ্ন করেন। এতে উঠে আসে টেলিকমিউনিকেশন সিস্টেমের পুরো চিত্র। মোহাম্মদ রবিউল হোসাইন তার বক্তব্যে বলেন, মোবাইলের ব্যাটারির স্থায়িত্বকাল বৃদ্ধি করা ও নেটওয়ার্ক সিস্টেম ইন্সটলেশনের খরচ কমানো নিয়ে অনেক গবেষণা হচ্ছে। এই েেত্র অনেক বাধার মধ্যে পিএপিআর নামক সমস্যাটির কার্যকর সমাধান করা জরুরি। এতে করে আমাদের জাতীয় সম্পদ ব্যান্ডউইথ ও স্পেক্ট্রামের কার্যকারিতা বৃদ্ধি পাবে। সেমিনারে লেকচারার মো: রবিউল হোসাইন বাংলাদেশে মোবাইল নেটওয়ার্কিং নিয়ে খুব ভালো মানের কাজ হচ্ছে উল্লেখ করে বলেন, মুঠোফোনের সিগন্যাল পাঠানোর ধরন ও নেটওয়ার্ক শক্তিশালী করাসহ বিভিন্ন বিষয় সাধারণ মানুষের কাছে সহজতর করা গেলে বাংলাদেশে প্রযুক্তি খাতে বড় ধরনের পরিবর্তন আসবে। তিনি আরো বলেন, মুঠোফোনের নানা ধরনের ব্যবহারের পাশাপাশি প্রযুক্তিগতভাবে এটিকে আরো উন্নত করতে বিভিন্নভাবে কাজ করছে এখনকার তরুণেরা। সভাপতির বক্তব্যে ডিন অধ্যাপক ড. মো: রেজাউল হক খান বলেন, সময়ের সাথে প্রযুক্তির ব্যবহারেরও পরিবর্তন ঘটছে।
যার ফলে সাধারণ মানুষ থেকে সমাজের প্রত্যেকে কর্মজীবনে সুফল পেতে শুরু করেছে। টেলিকমিউনিকেশন নিয়ে আরো বেশি করে গবেষণা হলে বাংলাদেশ প্রযুক্তি খাতে বিশে^র বুকে সুনাম বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


আরো সংবাদ



premium cement
পিএসজি অধ্যায় শেষ করলেন এমবাপ্পে ফরিদপুরে হত্যা মামলায় কিশোরের ৮ বছরের কারাদণ্ড তাসকিনের জন্যে বেড়েছে বিশ্বকাপ দল ঘোষণার অপেক্ষা যে দ্বীপের মানুষ ১০০ বছর পর্যন্ত বাঁচে! বাবার লাশ কবরে রেখে পরীক্ষা, জিপিএ ৫ পেলেন সেই শিক্ষার্থী ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ৫০০ ফিলিস্তিনি ডাক্তার-চিকিৎসাকর্মী নিহত স্পেনের কাতালোনিয়ায় সমাজবাদীদের জয় ‘বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ার মহান স্বপ্ন নিয়ে জামায়াত কাজ করছে’ : ডা. শফিকুর রহমান হজযাত্রীদের ভিসা প্রক্রিয়ায় সহায়তার প্রতিশ্রুতি সৌদি রাষ্ট্রদূতের মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেম সেলে রাখা বেআইনি : হাইকোর্ট বিভাজন থেকে বেরিয়ে এসে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করা উচিত : মির্জা ফখরুল

সকল