২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য চট্টগ্রাম বন্দর কলেজের অধ্যক্ষকে সংবর্ধনা

-

শিক্ষক ও শিক্ষা-প্রশাসক হিসেবে বিশেষ অবদান রাখায় চট্টগ্রাম বন্দর কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম চৌধুরীকে শেরেবাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ বিশেষ সম্মাননায় ভূষিত করেছে। গত ৩ আগস্ট রাজধানীর প্রফেসর আকতার ইমাম অডিটোরিয়ামে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তার হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি আব্দুস সালাম মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। সভাপতিত্ব করেন গবেষণা পরিষদের উপদেষ্টা মো: আনোয়ার হোসেন। এতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সাংস্কৃতিক সমন্বয় পরিষদের চেয়ারম্যান এম আতাউল্লাহ খান। সংবর্ধনা অনুষ্ঠানের আগে ‘শিক্ষার গুণগত মান উন্নয়ন’বিষয়ক সেমিনারে চট্টগ্রাম বন্দর কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম চৌধুরী মানসম্পন্ন শিক্ষার জন্য মানসম্পন্ন শিক্ষক তৈরির ওপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, চট্টগ্রাম বন্দর কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম চৌধুরী ইতঃপূর্বে বাংলাদেশ সরকার থেকে শ্রেষ্ঠ অধ্যক্ষ ও শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের পুরস্কার লাভ করেন।


আরো সংবাদ



premium cement