২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


ইডিইউতে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট এক্সপেরিয়েন্স কার্যক্রম

-

দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠান ও বড় কোম্পানিগুলোর অফিসিয়াল কার্যক্রমের সঙ্গে চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউর) শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে শিগগিরই ‘ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট এক্সপেরিয়েন্স’ বা আইজিই কার্যক্রম চালু করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান। গত ১৬ জুলাই ইডিইউর স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে তিনি এ কথা জানান। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মোহাম্মদ সিকান্দার খানের সভাপতিত্ব বৈঠকে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর সামস উদ দোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সজল বড়–য়া, অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য অধ্যক্ষ আবদুল মালেক প্রমুখ। মতামত তুলে ধরেন ইডিইউর স্কুল অব সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অ্যাসোসিয়েট ডিন ড. মোহাম্মদ নাজিম উদ্দিন, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স অনুষদের অ্যাসোসিয়েট ডিন মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের অ্যাসোসিয়েট ডিন ড. মোহাম্মদ রকীবুল কবিরসহ বিভিন্ন পর্ষদের সদস্যরা। বৈঠকে ইডিইউকে এগিয়ে নিতে অ্যাকাডেমিক ক্যালেন্ডারের ওপর গুরুত্বারোপ, প্রচলিত সিলেবাস আরো যুগোপযোগী করা, কনভোকেশনের জন্য গ্র্যাজুয়েটদের রেজিস্ট্রেশন শুরু করাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, আইজিই কার্যক্রম চালু হলে শিক্ষার্থীদের সুপ্ত গুণাবলি জাগ্রত হওয়ার পাশাপাশি সরেজমিন অভিজ্ঞতা গ্রহণ ও জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে। তাদের মেধা ও মননে বৈশ্বিক যুক্তিবাদী-বিজ্ঞানমনস্ক চিন্তাচেতনা গড়ে উঠবে। সভাপতির বক্তব্যে ইডিইউর ভিসি অধ্যাপক মোহাম্মদ সিকান্দার খান বলেন, দেশের সার্বিক উন্নয়নে শিক্ষাকে কাজে লাগাতে হলে প্রয়োজন সক্ষম জনশক্তি। মানসম্পন্ন শিক্ষায় ছাত্রছাত্রীদের শিক্ষিত করতে নিত্যনতুন পরিকল্পনার মাধ্যমে ইডিইউ উচ্চশিক্ষায় পরিবর্তন আনার চেষ্টা করছে।

 


আরো সংবাদ



premium cement
নির্বাচনের আগে ‘সিএএ’ চালু করে ভোট টানার কৌশল ব্যর্থ বিজেপির ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ পালনের আহ্বান কানাডায় বেকারত্ব বিদেশী শিক্ষার্থীদের ওপর প্রবল চাপ সৃষ্টি করছে রাফাতে ইসরাইলি হামলায় এক পরিবারের ৯ সদস্য নিহত আজ ব্যাংকক থেকে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী গ্রেফতারের মধ্যেই মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরাইলবিরোধী বিক্ষোভ অব্যাহত হলান্ডের প্রত্যাবর্তনের ম্যাচে ম্যানসিটির জয় হাম্বানতোতা বিমানবন্দরের ‘দখল’ ভারত ও রাশিয়ার! ফ্ল্যাট থেকে উদ্ধার অভিনেত্রীর লাশ, পাওয়া গেছে রহস্যজনক হোয়াটসঅ্যাপ নোট ফিরলেন মোস্তাফিজ, জিতল চেন্নাই ব্লিংকেনের রিয়াদ সফরে সৌদি-ইসরাইল স্বাভাবিকীকরণের সম্ভাবনা!

সকল