২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ভারত-পাকিস্তান চাইলে সহায়তা করতে রাজি আছি : ট্রাম্প

- ছবি : সংগৃহিত

জম্মু ও কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করে রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার বিষয়ে মোদি সরকার ঘোষণা করার পরেই উত্তপ্ত হয়ে ওঠে ভারত ও পাকিস্তানের মধ্যে পারস্পরিক সম্পর্ক। তবে ২ সপ্তাহ আগের তুলনায় ভারত ও পাকিস্তানের মধ্যে জম্মু ও কাশ্মির নিয়ে এখন ‘উত্তেজনা কম', এমনটাই মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

পাশাপাশি তিনি  বলেন, দক্ষিণ-এশিয়ার এই দুই প্রতিবেশী দেশ চাইলে দুজনকেই এ ব্যাপারে সাহায্য করতে আমি প্রস্তুত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা জানেন যে কাশ্মির নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব চলছে। তবে আমি মনে করি (এটি) দুই সপ্তাহ আগে (যা ছিল) তার চেয়ে এখন খানিকটা উত্তেজনা কমে এসেছে’ ।

সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের বিধান বাতিল করে নয়াদিল্লি জম্মু ও কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করার পরেই দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা অত্যন্ত বেড়ে যায়।

প্রেসিডেন্ট ট্রাম্পকে ভারত-পাকিস্তানের পরিস্থিতি সম্পর্কে তার মূল্যায়নের বিষয়ে প্রশ্ন করা হলে তার জবাবে তিনি বলেন, ‘আমার দুই দেশের সঙ্গেই খুব ভাল সম্পর্ক রয়েছে। যদি দুই দেশই চায়, তবে আমি তাদের এ বিষয়ে সহায়তা করতে রাজি আছি। তারাও এটা জানে। এটাই (প্রস্তাব) দিয়েছি’।

গত জুলাই মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠককালে ডোনাল্ড ট্রাম্প কাশ্মির ইস্যুতে দু'দেশের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন।

কিন্তু ভারত সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দ্রুত বলেছিল, কাশ্মির ইস্যু পুরোপুরিই দ্বিপাক্ষিক বিষয়। পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্পের বিস্ময়কর দাবিও প্রত্যাখ্যান করে ভারতের তরফ থেকে স্পষ্ট জানানো হয় যে প্রধানমন্ত্রী মোদি তাঁকে মধ্যস্থতা করার কোনও প্রস্তাব দেননি।

তবে গত মাসে ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠককালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যে কাশ্মির এমন একটি বিষয় যা নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে চলা সমস্যার সমাধান হওয়া প্রয়োজন।

সূত্র : ডন ও এনডিটিভি


আরো সংবাদ



premium cement
যশোর কারাগারে হাজতিদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ব্যাপক আতঙ্ক চিকিৎসার জন্য ঢাকা ছাড়লেন বিএনপি নেতা আমীর খসরু কুষ্টিয়াতে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে আহত ৫ চেয়ারম্যান তপন ও অজিত মেম্বারকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ১৪ ডাকাত সদস্য গ্রেফতার রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়াল যুক্তরাজ্যে বাংলাদেশী শ্রমিকদের ভিসা সহজ করার আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত : শি জিনপিং ওকাব সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক জুলহাস আলম পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা কারাগারে চুয়েট ১১ মে পর্যন্ত বন্ধ, শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

সকল