১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলকদ ১৪৪৫
`


শাহরুখ খান যেভাবে কাশ্মীর হামলার শিকার

ভারত
শাহরুখ খান - ছবি: সংগৃহীত

ভারতশাসিত কাশ্মিরের পুলওয়ামায় হামলার ঘটনায় ফুঁসছে ভারত। পাকিস্তানকে এর জন্য দায়ী করে তার বিরুদ্ধে বদলা নিতে সরব হয়েছে দেশবাসী। এই ঘটনায় সরব হয়েছেন বলিউড তারকারাও। তাদের কমবেশি অনেকেই শহিদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে টুইট করেছেন।

আবার অমিতাভ বচ্চন, সালমান খান থেকে শুরু করে অনেকেই শহিদদের পরিবারের জন্য অর্থ সাহায্য করেছেন।

তবে এসবেরই মাঝে খবর রটে যায় ২০১৭ সালে পাকিস্তানে গ্যাস দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারকে নাকি শাহরুখ ৪৫ কোটি টাকা দান করেছিলেন।

আর এই খবরের পরই সোশ্যাল মিডিয়ায় শাহরুখের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন অনেকেই। শাহরুখকে আক্রমণ করা হয়।

তবে এই খবরটা এক্কেবারেই নাকি গুজব। এই দাবি করে এবার মুখ খুলেছেন শাহরুখ ভক্তরা। তাদের অভিযোগ, শাহরুখের বিরুদ্ধে মিথ্যা প্রচার করা হচ্ছে।

শুধু ভক্তরাই নন, শাহরুখের হয়ে মুখ খুলেছেন পরিচালক হানসাল মেহতা। তিনি টুইট করে লিখেছেন, শাহরুখের মতো তারকাকে আমি ব্যক্তিগতভাবে জানি, ও এমন একজন মানুষ যে বহু মানুষের বিপদে পাশে দাঁড়ায়, আর্থিক ভাবে এগিয়ে আসে। তবে সেসবের লোক দেখানো কোনো প্রচার কিং খান করেন না। #StopFakeNewsAgainstSRK করে শাহরুখের বিরুদ্ধে ভুয়ো খবরের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি।

একই ভাবে শাহরুখের বিরুদ্ধে মিথ্যা প্রচারে মুখ খুলেছেন ভক্তরাও। অনেকেই জানিয়েছেন, শাহরুখের বাবা নিজে একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, যে কথাটা হয়তো অনেকেই জানেন না। পাশাপাশি, অনেকেই উদাহরণস্বরূপ তুলে ধরেছেন শাহরুখের স্বেচ্ছাসেবী সংগঠন মীর ফাউন্ডেশনের পক্ষ থেকে বহু মানুষের জন্য কল্যাণকর কাজে এগিয়ে আসে। যার জন্য ইউনেস্কো থেকে পুরস্কারও পেয়েছে শাহরুখের সংগঠন।

ভক্তরা জানান, এর আগে সমস্ত মহিলা অ্যাসিড আক্রান্তদের জীবনের সমস্ত দায়িত্ব নিয়েছেন শাহরুখ। পাশাপাশি ১২টি গ্রাম দত্তকও নিয়েছেন তিনি। সূত্র : জি নিউজ

আরো পড়ুন :
পাকিস্তানের বউ হওয়ায় বিজেপির টার্গেটে সানিয়া মির্জা
নয়া দিগন্ত অনলাইন, ১৮ ফেব্রুয়ারি ২০১৯
ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্কের টানাপড়েন দেখা দিলেই সমস্যায় পড়তে হয় দেশটির টেনিসকন্যা সানিয়া মির্জাকে। পাকিস্তানের ব্যাটসম্যান শোয়েব মালিককে বিয়ের পর থেকে বারবারই তাকে এ সমস্যায় পড়তে হয়েছে।

এবার কাশ্মিরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় সিআরপিএফেরর ৪৪ সদস্য নিহত হওয়ার পর সামাজিক গণমাধ্যমে আবারো টার্গেটে পরিণত হন তেলেঙ্গানা রাজ্যের অ্যাম্বেসেডর সানিয়া মির্জা।

সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি এবার বিজেপির একজন পার্লামেন্ট সদস্যও সানিয়া মির্জাকে লক্ষ্য করে কটূক্তি করেন।

মুম্বাই মিররে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বিজেপির এমপি রাজা সিং তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সানিয়া মির্জার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন। এর কারণ হিসেবে তিনি দাবি করেন, সানিয়া মির্জা যেহেতু পাকিস্তানের পুত্রবধূ, তাই তাকে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বেসেডর হিসেবে রাখা উচিত নয়।

এদিকে সানিয়া মির্জা তার বিরুদ্ধে বলা এসব মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, আমি দেশের জন্যই ঘাম ঝড়াই। তারপরও কেন আমাকেই বারবার দেশপ্রেমের প্রমাণ দিতে হবে?

তিনি বলেন, আমি যে কোনো সন্ত্রাসবাদের বিরোধিতা করি। যারা এটি করে বা ছড়ায় আমি তাদেরও বিরোধী। কিন্তু এর নিন্দা জানাতে প্রকাশ্যে, ছাদের ওপর ওঠে চিৎকার করে বলার অথবা সোশ্যাল মিডিয়ায় লেখার প্রয়োজন নেই আমার। আমি সেলিব্রেটি বলেই কি বারবার আমাকে দেশপ্রেমের প্রমাণ দিতে হবে?

কঠোর ভাষায় সমালোচকদের প্রতিক্রিয়া জানিয়ে সানিয়া বলেন, আমি দেশের হয়ে খেলি, ঘাম ঝরাই। এভাবেই দেশের সেবা করে যাই। সাম্প্রতিক হামলায় নিহত জওয়ান ও তাদের পরিবারের জন্য আমার পূর্ণমাত্রায় সমবেদনা রয়েছে। কারণ, যারা আমাদের দেশকে রক্ষা করেন তারাই প্রকৃত হিরো।

ভারতের জন্য ১৪ ফেব্রুয়ারি একটি কালো দিন হয়ে থাকবে বলে উল্লেখ করে সানিয়া বলেন, এ রকম দিন যেন আর না আসে। এই দিনটি ভোলা সম্ভব নয়, ভুলতে দেয়া যাবে না। কিন্তু আমি শান্তির জন্যই প্রার্থনা করব এবং আশা করব, আরও ঘৃণা না ছড়িয়ে আপনারাও তাই করবেন।

১৪ ফেব্রুয়ারি কাশ্মিরে সিআরপিএফের গাড়িবহরে এক আত্মঘাতী হামলায় ৪৪জন নিহত হয়। এ ঘটনায় উত্তাল হয়ে আছে ভারত। সামাজিক যোগাযোগমাধ্যমে সবাই যখন নিহতদের জন্য শোক প্রকাশ করছিলেন, তখন ইনস্টাগ্রামে নিজের একটি পোশাকের ছবি প্রকাশ করেন সানিয়া মির্জা। এর পরপরই তার সমালোচনায় ভরে উঠে সামাজিক যোগাযোগ মাধ্যম।

এমনকি অনেকে তাকে দেশদ্রোহী বলেও আখ্যা দেয়। এক পর্যায়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ আছি। তাকে যারা ট্রলিং করেছেন, তাদেরকে ‘হতাশ ব্যক্তি’ উল্লেখ করে সানিয়া আরো লিখেন, তোমাদের মধ্যে কিছু হতাশ ব্যক্তি রয়েছে, যাদের অন্য কোথাও রাগ দেখানোর নেই এবং ঘৃণা ছড়ানোর কোনো সুযোগই ছাড়বে না তারা।

সূত্র : সিয়াসাত ডেইলি


আরো সংবাদ



premium cement