০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


কাশ্মীরে হামলা নিয়ে মুখ খুলে ব্যাপক সমালোচনার শিকার প্রিয়াঙ্কা

কাশ্মীরে হামলা নিয়ে মুখ খুলে ব্যাপক সমালোচনার শিকার প্রিয়াঙ্কা
কাশ্মীরে হামলা নিয়ে মুখ খুলে ব্যাপক সমালোচনার শিকার প্রিয়াঙ্কা - ছবি : সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় সেলেব্রেটিদের ট্রল হওয়ার ঘটনা নতুন নয়। প্রায় কমবেশি সব তারকারই কোনও না কোনও সময়ে বিভিন্ন কারণে ট্রল হয়েছেন। ভারতের কাশ্মীরে পুলওয়ামার হামলা নিহতদের ঘটনায় টুইট করে ট্রল হতে হলে দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়াকে।

পুলওয়ামায় জঙ্গি হামলা নিয়ে প্রিয়াঙ্কা টুইট করেন, ''পুলওয়ামার ঘটনায় আমি হতবাক। ঘৃণা কখনওই সঠিক জবাব হতে পারে না। আমি শহিদের পরিবারের পাশে রয়েছি। আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করছি।''

আর তার এই টুইটের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ট্রল হতে হয় তাকে। প্রিয়াঙ্কা লেখেন 'ঘৃণা কখনওই সঠিক জবাব হতে পারে না।' আর তার এই কথা ধরেই তাকে টুইটারে কাটাক্ষ করতে শুরু করেন বিভিন্নজনেরা।

অক্ষয় ভরদ্বাজ বলে এক ব্যক্তি লেখেন, '' হ্যাঁ, ঠিকই বলেছেন, ঘৃণা কখনওই সঠিক জবাব হতে পারে না, যতক্ষণ না আমরা পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দিচ্ছি।''

অন্য এক ব্যক্তি লেখেন, আপনি আপনার স্বপ্নের জগতেই থাকুন। আপনার চিন্তা ভাবনা অত্যন্ত ভীতু প্রকৃতির।

প্রিয়াঙ্কা এর আগে রোহিঙ্গাদের ক্যাম্পে গিয়েছিলেন এই প্রসঙ্গ তুলেও অনেকে তাকে আক্রমণ করা হয়েছে।

এখানেই শেষ নয়, আরও অনেকেই প্রিয়াঙ্কাকে আক্রমণ করেন। কেউ বা তাকে নীচু মনের মহিলা বলেও কটাক্ষ করেন।

প্রসঙ্গত এ ঘটনা নতুন নয়, এর আগেও বহুবার বিভিন্ন কারণে ট্রল হতে হয়েছে প্রিয়াঙ্কা। এমনকি দীপাবলিতে বাজি না ফাটানোর উপদেশ দিয়ে নিজের বিয়েতেই বাজি ফাটান প্রিয়াঙ্কা। এনিয়েও কিছু কম সমালোচনা হয়নি।

সূত্র : এবেলা.ইন।


আরো সংবাদ



premium cement