০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


আজ পর্দা নামবে চ্যাম্পিয়নশিপের

-

মেয়র চট্টগ্রাম ৩৬তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অঘটন বলতে এখনো একটাই। প্রি-কোয়ার্টারে তুষারের সাথে মিনহাজের হার। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২-১ এ জয় তুষারের। অবশ্য তুষার হারলেও লিখা হতো একই চিত্রনাট্য। ফিকশ্চারের মারপ্যাঁচে একই ফেজে পড়ে গেছে চট্টগ্রামের উঠতি সেনসেশন গালিব, তুষার, মিনহাজ, সিলেটের সালমান। অথচ এরা সবাই র্যাংকিংয়ে সেরা আটে থাকার মতো শাটলার। পুরুষ বিভাগের শাটলাররা নানা সমীকরণে থাকলেও মহিলা বিভাগে নেই কোনো সমীকরণ। ব্যাডমিন্টন জগত শাসন করা শাপলা ও এলিনা এখনো ধরা-ছোঁয়ার বাইরে। কোনো অঘটন ঘটারও সম্ভবনা নেই। অর্থাৎ তারা মুখোমুখি হচ্ছেন ফাইনালে।
পুরুষ বিভাগে আরো একটি হতাশার ঘটনা ঘটেছে। কয়েকবারের জাতীয় চ্যাম্পিয়ন বগুড়ার আহসান হাবিব পরশ হেরেছেন চট্টগ্রামের আসাদুজ্জামানের কাছে। সিলেটের গৌরব সিং লড়াই করে জিতেছেন চট্টগ্রামের মইনুল পারভেজের বিপক্ষে। জুমার হারিয়েছেন ওহিদুলকে এবং সিবগাত সহজ জয় পেয়েছেন সিলেটের বাবুর বিপক্ষে। তবে আগের দিন সিবগাত প্রাণপন লড়াই করে নাজমুলের বিপক্ষে জয়ী হন। তুহিন কোন পাত্তা পায়নি সালমানের কাছে, লোকমানও রাহাদের বিপক্ষে জিতেছেন সহজে এবং শুভ সহজেই হারিয়েছেন সোয়াদকে।
সেমিতে উঠার লড়াইয়ে গৌরব লড়বে আসাদুজ্জামানের বিপক্ষে, জুমারের প্রতিপক্ষ সিবগাত, সালমান খেলবে তুষারের বিপক্ষে এবং লোকমান খেলবে শুভর বিপক্ষে।
মহিলা বিভাগে প্রিকোয়ার্টার থেকে উতরে গিয়েছেন এলিনা, শাপলা, নাবিলা, রেহানা, দুলালি, উর্মি, বৃষ্টি, রেশমা। দ্বৈতে জয় পেয়েছেন মইনুল ও আকিব জুটি, মিনহাজ ও ওহিদুল জুটি, লোকমান ও গৌরব জুটি, জুমার ও লিপটন জুটি, আসাদুজ্জামান ও সিবগাত জুটি, রিয়াদ ও তুষার জুটি, দুলাল ও খালেদ জুটি, সুহেল ও তানভির জুটি। মহিলা দ্বৈতে এলিনা ও নাবিলা জুটি, রেশমা ও উর্মি, শাপলা ও দুলালি জুটি, বৃষ্টি ও রেহানা জুটি জয় পেয়েছে।

 


আরো সংবাদ



premium cement
ইসরাইলগামী সকল জাহাজে হামলার হুমকি হাউছিদের কংগ্রেস সর্বোচ্চ চেষ্টা করেও ৫০ আসন পাবে না : মোদি প্যারিসের বিশ্ববিদ্যালয় থেকে ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীদের সরিয়েছে পুলিশ চুক্তিতে সম্মত হতে হামাসকে ৭ দিনের আল্টিমেটাম ইসরাইলের গফরগাঁওয়ে লরিচাকায় পিষ্ট হয়ে নারী নিহত রোহিঙ্গা গণহত্যা : মিয়ানমারের বিরুদ্ধে মামলার দ্রুত নিরসনে আশাবাদী বাংলাদেশ-গাম্বিয়া দোয়ারাবাজারে মইন হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ সাংবাদিকদের সুরক্ষায় প্রতিটি দেশের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান জলবায়ু সঙ্কট মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন জোরদারের আহ্বান এডিবি প্রেসিডেন্টের মিরসরাইয়ে তীব্র তাপদাহে মরছে মাছ : লোকসানের মুখে চাষিরা মহেশখালীতে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা, এগিয়ে জয়নাল

সকল