২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ফ্যাশনে হাতা : রঙের ফিচার

-

কোনো পোশাককে ফ্যাশনেবল করে তুলতে যে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ তার মধ্যে একটি জামার হাতা। শুধু হাতার ডিজাইন পোশাককে করে তুলতে পারে আকর্ষণীয়। সাধারণত একেক সময় একটা ডিজাইনের হাতাই ফ্যাশন ট্রেন্ড হিসেবে ফ্যাশনে অবস্থান করে। কিন্তু চলমান সময়ে একই সাথে কয়েক ধরনের হাতার ডিজাইন দেখা যাচ্ছে ফ্যাশনের অংশ হিসেবে।
ফ্যাশন ডিজাইনার জাভেদ কামাল ফ্যাশনের ক্ষেত্রে হাতার ডিজাইন প্রসঙ্গে জানালেন, হাতা হচ্ছে পোশাকের সেই অংশ যা বাদ দেয়া যায় না। অবশ্য স্লিভলেস ড্রেস হলে বিষয়টা আলাদা। বর্তমানে পোশাকের হাতায় চলছে নানা ডিজাইন।
এ বছর হাতার খানিকটা অংশ কাটিং করে বাকিটা নরমাল রেখে করা ডিজাইনের হাতা বেশ চলছে। এ ধরনের কাটিং হাতা সব ধরনের জামার ক্ষেত্রেই দেখা যাচ্ছে। এ ছাড়া রয়েছে মাইক হাতা। হাতার কনুই পর্যন্ত সাধারণ ছাঁটে রেখে নিচের দিকে বড় ঝুল দেয়া থাকে এই ডিজাইনে। কখনো জামায় কয়েক ধাপে ঝুল রেখে লেয়ার করে দেয়া থাকে হাতায়। কোনো কোনো জামার কাঁধ থেকে লম্বা ঝুল থাকে। এ ধরনের হাতায় ওপরের দিকে চাপা রেখে নিচে ক্রমেই ছড়ানো থাকে। কোনো হাতায় কুচি দিয়ে গোল ডিজাইন করা হয় এগুলোকে বলা হয় ঘটি হাতা। ডিজাইন করা হয় লেন্থ দিয়েও। খুব ছোট, থ্রি কোয়ার্টার, ফুল বিভিন্ন লেন্থে জামার হাতার ডিজাইন করা হয়ে থাকে।
হাতার ডিজাইন করার সময় পোশাকের ধরন, বয়স এসব বিষয়ও মনে রাখা প্রয়োজন। টিনেজাররা সব ধরনের হাতা অনায়াশে ব্যবহার করতে পারে। যাদের বয়স বেশি তাদের ক্ষেত্রে কোনো ধরনের হাতা ডিজাইন করার আগে তাকে মানাচ্ছে কি না সেই বিষয়টি প্রত্যেকের মনে রাখা প্রয়োজন।
শুধু কামিজ নয়, টপস, ফতুয়া, কুর্তি বিভিন্ন পোশাকের হাতার ডিজাইন করার সময় পোশাক অনুযায়ী হাতার ডিজাইন নির্বাচন করা প্রয়োজন। টপসের হাতা কামিজের হাতার মতো হলে ভালো লাগবে না। টপসের হাতা ফেন্সি হলেই ভালো লাগবে। শুধু জামা নয়, ব্লাউজের হাতায়ও বিভিন্ন ফ্যাশনেবল ডিজাইন করা হয়। শাড়ির সাথে ম্যাচিং করে নির্বাচন করুন ব্লাউজের হাতা।


আরো সংবাদ



premium cement
নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট

সকল