০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


আ.লীগ প্রার্থীর ওড়না ছিড়ে ফেলল বিদ্রোহী সমর্থকেরা

নাসিমা জামান ববি তার ওপর নির্যাতনের বর্ণনা দেন - ছবি : সংগৃহীত

রংপুর ডিসি অফিস ক্যাম্পাসে আওয়ামী লীগের সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী নাসিমা জামান ববির ওপর আওয়ামী লীগের বিদ্রোহী প্রাথী প্রার্থী ডা. দেলোয়ার হোসেনের লোকজন হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগে বলা হয়েছে। এতে ববির পরনে থাকা কাপড় ছিড়ে যায়।বৃহস্পতিবার দুপুরের এ ঘটনায় সংবাদ সম্মেলন করে বিচার দাবি করেছেন তিনি।

ঘটনার পর বিকেলে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ মনোনীত রংপুর সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী নাছিমা জামান ববি হানান, জেলা প্রশাসকের কার্যালয় থেকে নিচে নামার সময় সিঁড়িতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ডা. দেলোয়ার হোসেনের সমর্থক হরিদেবপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সভাপতি একরামুল হক 'রোহিঙ্গা', 'বহিরাগত' বলে আমাকে কটাক্ষ করতে থাকেন। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিদ্রুপ মন্তব্য করে চন্দনপাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোশাররফ হোসেন। কিছুক্ষণ পরে তারা আমাকে ধাক্কা দেয়। পরক্ষণেই ডিসি অফিসের ফটক থেকে বের হওয়া মাত্রই উভয় পক্ষে মধ্যে নিচে এসে বাকবিতন্ডা থেকে শুরু হলে নাছিমা জামার ববির ওপর হামলা চালায় বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা। এতে আমিসহ বাদাম বিক্রেতা আহত হয়।

তিনি আরো বলেন, দলের মনোনয়ন বঞ্চিতদের একটি অংশের ষড়যন্ত্রে এ ঘটনা ঘটেছে। হামলাকারী একরামুল হক ২নং হরিদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। সে কী কারণে এ ধরনের আচরণ করেছে, আমি জানি না। আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে আমার ওড়না ছিড়ে দিয়েছে একরামুল। বিষয়টি তিনি জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে অবগত করেছেন বলে জানান।এ ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবি করেন তিনি।

অন্যদিকে আওয়ামী লীগ নেতা একরামুল হক বলেন, ‘আমি কারো ওপর হামলা করিনি। বরং আমাকেই লাঞ্ছিত করা হয়েছে। ববির সমর্থকরা অন্যায় করেছে।


আরো সংবাদ



premium cement
ঢাকা-জয়দেবপুর রুটে সকল ট্রেন চলাচল বন্ধ মুরাদনগরে আর্সি নদীতে নির্মাণ করা বাঁধ অপসারণ নওগাঁয় ইট ভাঙার মেশিনের চাপায় নিহত ১ গণতন্ত্র-সুশাসনের জন্য সর্বশেষ লড়াইয়ের প্রস্তুতি নেয়ার আহ্বান রিজভীর বাংলাদেশে পেঁয়াজ রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহার ভারতের রেজিস্ট্রিবিহীন হজ পালন কমাতে নতুন পদক্ষেপ ঘোষণা সৌদি আরবের নির্বাচনের কথা আপনাদের মুখে মানায় না : মির্জা আব্বাস তেল আবিবে ইরাকি গ্রুপের হামলা ফিলিস্তিন সঙ্কট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মুসলিম উম্মাহ : পররাষ্ট্রমন্ত্রী নোয়াখালীতে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ কোভিড ভ্যাকসিনে মস্তিষ্কে ক্ষতি, মামলা জয়ে এগিয়ে ভুক্তভোগী

সকল