২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

নওগাঁয় পৃথক ঘটনায় নিহত ২

-

নওগাঁর নিয়ামতপুরে পৃথক ঘটনায় দুইজন নিহত হয়েছে। নিহতদের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।

রোববার সন্ধ্যায় উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের অমরসিংহপুর গ্রামে মোবারক হোসেনের (৫২) ছেলে বাড়ির আঙ্গিনায় ছেলে ইউসুফ আলী (২৭) মুরগী পালনের জন্যে একটি ঘর তৈরি শুরু করে। দুর্গন্ধ হবে বলে ঘর তৈরিতে বাধা দিলে ছেলে ইউসুফ আলী ধারালো অস্ত্র দিয়ে বাবা মোবারক হোসেনকে আঘাত করে।

ঘটনার পর ইউসুফ আলী পালিয়ে যান। ঘটনাটি জানতে পেরে স্থানীয়রা মোবারক হোসেনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, সোমবার সকালে উপজেলার খরিবাড়ি বাজার থেকে আনছার আলী (৫৬) নামে এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নৈশ্যপ্রহরী একই উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের ঝড়– মন্ডলের ছেলে।

নিহত আনছার আলী গত দুইমাস ধরে ওই বাজারে নৈশপ্রহরী হিসেবে দায়িত্বপালন করছিলেন। আগে তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, রোববার রাতে কোন একসময় দুর্বৃত্তরা তাকে লাঠি-অস্ত্র দিয়ে মারপিট করে হত্যা করে। সোমবার সকালে বাজারের লোকজন তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন।

নিয়ামতপুর থানার ওসি তরিকুল ইসলাম জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। নৈশপ্রহরী নিহত হওয়ায় ঘটনায় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।


আরো সংবাদ



premium cement
চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, ক্লাসে ফেরার সিদ্ধান্ত আমদানি ব্যয় কমাতে দক্ষিণাঞ্চলের সূর্যমুখী তেলের আবাদ পাকুন্দিয়ায় গানের আসরে মারামারি, কলেজছাত্র নিহত আবারো হার পাকিস্তানের, শেষ সিরিজ জয়ের স্বপ্ন পাটকেলঘাটায় অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু দোয়ারাবাজারে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা : স্বামীর আমৃত্যু কারাদণ্ড গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার ভারতে দ্বিতীয় পর্বে ৮৮ আসনে ভোট খালেদা জিয়ার সাথে মির্জা ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক গাজায় ইসরাইলের যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত

সকল