২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সিরাজগঞ্জে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বন্দুকযুদ্ধ
সিরাজগঞ্জে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১ - সংগৃহীত

সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ শাহিন সেখ (৪০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার আনোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের তিন সদস্য। তাদেরকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

রোববার রাত পৌনে ৩টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার রায়পুর রেল স্টেশনের কাছে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও তিন শ' পিছ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ সদস্যরা।

সিরাজগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও গণসংযোগ কর্মকর্তা আবু ইউসুফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর রেল স্টেশনের কাছে মাদক বেচা-কেনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় মাদক বিক্রেতারা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় মাদক বিক্রেতা শাহিন সেখ গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও তিন শ' পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে। 'বন্দুকযুদ্ধ' চলাকালে ডিবি পুলিশের এএসআই শামীম সরকার, সিপাহী শাহিন ও মানিক চন্দ্র দেব আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, এ নিয়ে সিরাজগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে 'বন্দুকযুদ্ধে' দু'জন নিহতের ঘটনা ঘটল।


আরো সংবাদ



premium cement
জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, ক্লাসে ফেরার সিদ্ধান্ত আমদানি ব্যয় কমাতে দক্ষিণাঞ্চলের সূর্যমুখী তেলের আবাদ পাকুন্দিয়ায় গানের আসরে মারামারি, কলেজছাত্র নিহত আবারো হার পাকিস্তানের, শেষ সিরিজ জয়ের স্বপ্ন পাটকেলঘাটায় অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু দোয়ারাবাজারে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা : স্বামীর আমৃত্যু কারাদণ্ড গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

সকল