২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

আইফা ট্রেড শোর চমক

-

জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হলো আইফা ট্রেড শো। প্রদর্শনীতে প্রতিবারের মতো ভোক্তাদের ব্যবহার উপযোগী ইলেকট্রনিক পণ্যের পসরা সাজানো হয়েছিল। ইন্টারনেট অব থিংস, মোবাইল, পরিধেয় প্রযুক্তিপণ্য, স্মার্টঘড়ি, পার্সোনাল কম্পিউটার ও ডিসপ্লেসহ বিভিন্ন পণ্যের প্রযুক্তিগত উন্নত
সংস্করণ আইফায় তুলে ধরে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান। এবারের প্রদর্শনী শেষ হয়েছে
গত বুধবার। লিখেছেন আহমেদ ইফতেখার

স্মার্টফোন
চলতি বছর আইফা ট্রেড শোতে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন এক্সপেরিয়া এক্সজেড৩ উন্মোচন করেছে সনি। এটি প্রতিষ্ঠানটির প্রথম অর্গানিক-লাইট এমিটিং ডায়োড বা ওএলইডি ডিসপ্লের স্মার্টফোন। ৬ ইঞ্চি ডিসপ্লের এ হ্যান্ডসেটে ১৯ মেগাপিক্সেলের রিয়ার এবং ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড ৯ দশমিক শূন্য পাইচালিত ডিভাইসটির দাম ৯০০ ডলার।
আইফা ট্রেড শোতে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মোচন করেছে জেডটিই। অ্যাক্সন ৯ প্রো নামের এ হ্যান্ডসেটে ৬ দশমিক ২১ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসরসংবলিত ৬ গিগাবাইট র্যামের হ্যান্ডসেটটিতে ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা মিলবে। ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারিসংবলিত ডিভাইসটিতে ২০ ও ১২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা এবং ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। ডিভাইসটির দাম ৭৫০ ডলার।
হুয়াওয়ে আইফা ট্রেড শোর চলতি আসরে ৬ দশমিক ৩ ইঞ্চি ডিসপ্লের মেট ২০ লাইট স্মার্টফোন উন্মোচন করেছে। ৪ গিগাবাইট র্যামের এ হ্যান্ডসেটে কিরিন ৭১০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ২০ ও ২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরার পাশাপাশি ২৪ ও ২ মেগাপিক্সেলের ডুয়াল ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। ডিভাইসটির দাম ৫০০ ডলার।
নতুন দুই স্মার্টফোন উন্মোচন করেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক এলজি। ডিভাইস দু’টি হলো, এলজি জি৭ ওয়ান ও জি৭ ফিট। এর মধ্যে স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসরসংবলিত জি৭ ওয়ান হ্যান্ডসেটটিতে ৪ গিগাবাইট র্যাম এবং ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে আরো বাড়িয়ে নেয়া যাবে।
এইচটিসির সর্বশেষ ফ্ল্যাগশিপ ডিভাইস ইউ১২ লাইফ উন্মোচন করেছে। স্ন্যাপড্রাগন ৬৩৫ প্রসেসরসংবলিত ডিভাইসটিতে ৬ ইঞ্চি ডিসপ্লে আছে। ডিভাইসটির ৪ গিগাবাইট র্যাম সংস্করণে ৬৪ গিগাবাইট এবং ৬ গিগাবাইট র্যাম সংস্করণে ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা মিলবে। ৩ হাজার ৬০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারিসংবলিত এ স্মার্টফোনের দাম ৩৯০ ডলার।
কম্পিউটার, ল্যাপটপ ও ট্যাবলেট
এবারের প্রদর্শনীতে ইন্টেলের অষ্টম প্রজন্মের প্রসেসরসংবলিত ল্যাপটপ উন্মোচন করেছে এসার, আসুস ও ডেল। উন্নত ও অত্যন্ত শক্তিশালী ল্যাপটপ হিসেবে আইফা ট্রেড শোতে সাড়া ফেলেছে এসার প্রিডেটর ওরিয়ন ৯০০০। এসার এনেছে সুইচ ৭ ট্যাবলেট। পাশাপাশি লেনোভো উন্মোচন করেছে নতুন ইয়োগা কনভার্টিবল ল্যাপটপ। আসুস এনেছে জেনবুক ফ্লিপ ১৪ ল্যাপটপ।
ক্যামেরা
বিশ্বজুড়ে গত কয়েক বছরে স্মার্টফোনের ক্যামেরা প্রযুক্তি অনেক উন্নত হয়েছে। মোবাইল ডিভাইসের উন্নত ক্যামেরার কারণে ডিজিটাল ক্যামেরা বাজার অনেকটাই হারিয়েছে। তবে প্রফেশনাল ফটোগ্রাফির কথা মাথায় রেখে আইফা ট্রেড শোতে সাশ্রয়ী ডিজিটাল ক্যামেরা ই-এম১০ মার্ক ৩ উন্মোচন করেছে অলিম্পাস।
স্পিকার
সনি, হারম্যান ও জেবিএল আইফা ট্রেড শোতে স্মার্ট হোম স্পিকার উন্মোচন করেছে। হোমপ্যাডের প্রতিদ্বন্দী এসব ডিভাইস প্রদর্শনীতে দর্শনার্থীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। উন্নত সাউন্ড সিস্টেম হিসেবে এ ডিভাইসগুলো অ্যামাজন ও গুগলের স্মার্ট স্পিকারের চেয়ে কোনো অংশে কম নয়।
পরিধেয় প্রযুক্তিপণ্য
আইফা ট্রেড শো উপলক্ষে স্মার্টফোনের চেয়ে পরিধেয় প্রযুক্তিপণ্যে বেশি গুরুত্ব দিয়েছে স্যামসাং। গিয়ার স্পোর্টস স্মার্টঘড়ির পাশাপাশি গিয়ার ফিট২ প্রো ফিটনেস ট্র্যাকার উন্মোচন করেছে। এটি স্যামসাং টাইজেন মোবাইল অপারেটিং সিস্টেমে চলবে। ১ দশমিক ২ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লের গিয়ার ফিট২ প্রো এর আগের সংস্করণের চেয়ে আরো উন্নত করা হয়েছে।
হেডসেট
প্রদর্শনীতে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর), অগমেন্টেড রিয়েলিটি (এআর) ও মিক্সড রিয়েলিটি (এমআর) হেডসেট উন্মোচন করেছে। আসুস, এসার, ডেল ও এইচপির মতো একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠান উইন্ডোজ মিক্সড রিয়েলিটি হেডসেটের ঘোষণা দিয়েছে।


আরো সংবাদ



premium cement
জুলাইয়ে ব্রাজিল সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকে চমকে দিলো ভানুয়াতু বিতর্কিত ক্যাচের ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন ‘মাশা আল্লাহ’ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করলো বিএনপি মিরসরাইয়ে অবৈধ সেগুনকাঠসহ কাভার্ডভ্যান জব্দ মানিকগঞ্জে আগুনে পুড়ে যাওয়া মলিরানীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার রোহমালিয়ার ‘এখন আমি কী নিয়ে বাঁচব’ যদি বন্ধু হও, সীমান্তে অহরহ গুলি কেন : ভারতকে ফারুক সাহারা মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে : সরকারকে দায়ী করে রিজভী মধুখালীর পঞ্চপল্লীতে ২ ভাইকে হত্যার প্রতিবাদে সমাবেশ

সকল