০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ

জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ - ছবি : এএফপি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা শাখার আমীর রেজাউল করিম ৮ ডিসেম্বর, মাগুরা সদর উপজেলা শাখা জামায়াতের আমীর ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফারুক এবং ঠাকুরগাঁও সদর পূর্ব উপজেলা শাখা জামায়াতের আমীর মাওলানা সোলায়মান হোসাইন ও নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন শাখা জামায়াতের সহ-সভাপতি আঃ কুদ্দুস ও গোপালপুর ইউনিয় ছাত্রশিবিরের সভাপতি মোঃ আবু জাফরকে গত ৭ ডিসেম্বর পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান শনিবার এক বিবৃতিতে বলেছেন, “সরকার একতরফা ভোট ডাকাতির প্রহসনের নির্বাচনের নাটক মঞ্চস্থ করার হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য বাগেরহাট, মাগুরা, ঠাকুরগাঁও ও নাটোরে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের উপরে উল্লেখিত নেতাদের অন্যায়ভাবে পুলিশ দিয়ে গ্রেফতার করিয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে তিনি বলেন, দেশের বিভিন্ন জেলায় জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও অন্যান্য বিরোধী দলের নেতা-কর্মীদের একদিকে সরকার অন্যায়ভাবে গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পাঠাচ্ছে। অন্যদিকে সরকারি দলের মনোনীত প্রার্থী ও তাদের সন্ত্রাসী বাহিনী জামায়াতে ইসলামী এবং অন্যান্য বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেফতারের ভয় দেখিয়ে এলাকা ছাড়া করার হুমকি দিচ্ছে। অথচ এ ব্যাপারে নির্বাচন কমিশন নির্বিকার। অবস্থা দেখে মনে হয় সরকার তার আজ্ঞাবহ নির্বাচন কমিশনের সহযোগিতায় ভোটারবিহীন ভোট ডাকাতির প্রহসনের নাটক করে ক্ষমতায় থাকার জন্য বদ্ধপরিকর। সরকারের ফ্যাসিবাদী কর্মকান্ডের বিরুদ্ধে তীব্র গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, সকল ষড়যন্ত্র বন্ধ করে বাগেরহাট জেলা শাখা জামায়াতে ইসলামীর আমীর জনাব রেজাউল কমিরসহ সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ অন্যান্য বিরোধী দলের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”
সূত্র : প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
ইসরাইলগামী সকল জাহাজে হামলার হুমকি হাউছিদের কংগ্রেস সর্বোচ্চ চেষ্টা করেও ৫০ আসন পাবে না : মোদি প্যারিসের বিশ্ববিদ্যালয় থেকে ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীদের সরিয়েছে পুলিশ চুক্তিতে সম্মত হতে হামাসকে ৭ দিনের আল্টিমেটাম ইসরাইলের গফরগাঁওয়ে লরিচাকায় পিষ্ট হয়ে নারী নিহত রোহিঙ্গা গণহত্যা : মিয়ানমারের বিরুদ্ধে মামলার দ্রুত নিরসনে আশাবাদী বাংলাদেশ-গাম্বিয়া দোয়ারাবাজারে মইন হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ সাংবাদিকদের সুরক্ষায় প্রতিটি দেশের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান জলবায়ু সঙ্কট মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন জোরদারের আহ্বান এডিবি প্রেসিডেন্টের মিরসরাইয়ে তীব্র তাপদাহে মরছে মাছ : লোকসানের মুখে চাষিরা মহেশখালীতে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা, এগিয়ে জয়নাল

সকল