০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


জাতীয় ঐক্যফ্রন্টকে সমর্থন সম্মিলিত পেশাজীবী পরিষদের

-

গণতন্ত্রমনা সকল রাজনৈতিক দল ও ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত ‘জাতীয় ঐক্যফ্রন্টের সফলতা কামনা করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি)। সোমবার বিএসপিপি’র সদস্য সচিব অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘আমরা বিশ্বাস করি আগামী দিনে একটি সুখি, সমৃদ্ধ ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যফ্রন্ট বলিষ্ঠ ভূমিকা রাখবে। আগামী দিনে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত দেশ প্রতিষ্ঠায় জনগণের প্রত্যাশা অনুযায়ী ‘জাতীয় ঐক্যফ্রন্টের বলিষ্ঠ ভূমিকা থাকবে।’

বাংলাদেশের সকল শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে বিএসপিপি জাতীয় ঐক্যফ্রন্টের এই মহতি উদ্যেগে সমর্থন জানাচ্ছে। আগামী দিনে পেশাজীবী-জনতা ঐক্যবদ্ধভাবে জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে গণতন্ত্র পুনঃরুদ্ধারের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার অঙ্গীকার করছে।

বিবৃতিতে স্বাক্ষর করেন বিএফইউজে’র সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব এম আবদুল্লাহ, বিএফইউজের সাবেক সভাপতি শওকত মাহমুদ, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন’র সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, ড্যাব সভাপতি অধ্যাপক ডা: এ কে এম আজিজুল হক, সহ-সভাপতি অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: মোস্তাক রহিম স্বপন, ড্যাব’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু, ডিইউজের সভাপতি কাদের গণি চৌধুরী, সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্সের ভারপ্রাপ্ত সভাপতি আ ন হ আক্তার হোসেন, ভারপ্রাপ্ত মহসচিব হাসিন আহমদ, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, এসোসিয়েশন অব এগ্রিকালচারিস্টের আহ্বায়ক আনোয়ারুন নবী মজুমদার বাবলা, সদস্য সচিব হাসান জাফির তুহিন, শামীমুর রহমান, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়া, অতিরিক্ত মহাসচিব জনাব জাকির হোসেন, ইউট্যাব সভাপতি অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, সাধারণ সম্পাদক অধ্যাপক তাহমিনা আক্তার টফি, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া, এড. মাসুদ আহমেদ তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান, অধ্যাপক ড. লুৎফর রহমান, অধ্যাপক ড. আক্তার হোসেন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব মো: রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাবি’র আহবায়ক অধ্যাপক ড. কামরুল আহসান, এম বি এ এসোসিয়েশনের সভাপতি সৈয়দ আলমগীর, মহাসচিব শাকিল ওয়াহেদ। বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement