২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

নির্যাতন জাতীয় দুর্যোগের রূপ ধারণ করেছে : শিবির সভাপতি

কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অধিবেশনে সভাপতির বক্তব্যে রাখেন শিবির সভাপতি - ছবি : সরবরাহ

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত বলেছেন, ‘অবৈধ সরকার জাতির ঘাড়ে অভিশপ্ত জগদ্দল পাথরের মত চেপে বসেছে। সরকার ও তার পোষ্য সন্ত্রাসীদের অত্যাচারে দেশবাসী অতিষ্ট হয়ে উঠেছে। সরকার শুধু বিরোধী মতের মানুষই নয়, সাধারণ মানুষ ও শিক্ষার্থীদেরকেও গ্রেফতার নির্যাতন হয়রানির মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। মূলত অবৈধ সরকারের অগণতান্ত্রিক আচরণে দেশের মানুষ পণবন্দী হয়ে পড়েছে।’

শনিবার রাজধানীর একটি মিলনায়তনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের দ্বিতীয় সাধারণ অধিবেশনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সেক্রেটারি জেনারেল মোবারক হোসাইনের পরিচালনায় অধিবেশনে বক্তব্য রাখেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর সেলিম উদ্দিন, সাবেক কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

শিবির সভাপতি বলেন, ‘অবৈধ সরকারের পৃষ্টপোষকতায় সন্ত্রাস ও নির্যাতন এখন জাতীয় দুর্যোগের রূপ ধারণ করেছে। দেশের কোন নাগরিক এখন স্বস্তিতে নেই। রাস্তাঘাটের বেহাল দশা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি, গ্রেপ্তার বাণিজ্য, শিক্ষাঙ্গনে সন্ত্রাস, মাদকের সয়লাব, সামাজিক অবক্ষয়, বিচারহীনতা, আইন আদালতের দলীয়করণ, ভোট ডাকাতি ও নিপীড়ণে সকল শ্রেণী পেশার মানুষ আজ অতিষ্ট হয়ে পড়েছে।’

শিবির নেতা আরো বলেন, ‘নূন্যতম অধিকার থেকেও বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। লাখো শিক্ষার্থী এক বিভীষিকাময় সময় অতিক্রান্ত করছে। স্বয়ং প্রধানমন্ত্রী ছাত্রসমাজের প্রতি বিদ্ধেষী আচরণ করে আগামীর বাংলাদেশকে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন। তিনি গোটা ছাত্রসমাজকে উপেক্ষা করে ছাত্রলীগ নামক সন্ত্রাসীদের মদদ দিচ্ছেন। ন্যায্য দাবী আদায় করতে গিয়ে অনেক নিরপরাধ শিক্ষার্থী গুম হয়ে যাচ্ছে। রিমান্ডে নিয়ে নির্মমভাবে নির্যাতন চালানো হচ্ছে। মেধাবী ছাত্রদের সন্ত্রাসীরা হাতুরী পেটা করছে, প্রকাশ্যে ছাত্রীদের শ্লীলতাহানী করছে। ছাত্রলীগের সন্ত্রাস নিয়ে প্রধানমন্ত্রীর রহস্যজনক নিরবতায় মনে হচ্ছে দেশের ছাত্রসমাজকে ছাত্রলীগ নামক সন্ত্রাসীদের কাজে জিম্মি করে দিয়েছেন।’ প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement