২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মুক্ত বাণিজ্য চুক্তিতে পূরণ হবে না ব্রেক্সিটের ক্ষতি বিবিসির বিশ্লেষণ

-

ব্রেক্সিট-পরবর্তী অর্থনৈতিক ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে বিভিন্ন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির কথা ভাবছে ব্রটেন। তবে এসব চুক্তি দেশটির ব্রেক্সিটকেন্দ্রিক অর্থনৈতিক ক্ষতি পূরণ করতে পারবে না। ইউকে ট্রেড পলিসি অবজারভেটরির (ইউকেটিপিও) স্বাধীন ব্যবসা বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সাথে দেশটির মুক্ত বাণিজ্য চুক্তির বিভিন্ন দিকও বিশ্লেষণ করে দেখেছেন।
ব্রেক্সিটের ধাক্কা সামাল দিতে বিভিন্ন দেশের সাথে বাণিজ্য চুক্তি, নতুন করে শুল্ক রদের চুক্তিসহ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে দেশটির অর্থনীতি সর্বসাকল্যে দশমিক ৪ শতাংশ বাড়ানো সম্ভব হতে পারে। অন্য দিকে একটি সাধারণ মুক্ত বাণিজ্য চুক্তি দেশটির অর্থনীতিকে বেশ মন্থর করবে বলেও উল্লেখ করা হয়েছে ইউকেটিপিওর বিশ্লেষণে।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে সদস্যপদ সম্পূর্ণ প্রত্যাহারের মাধ্যমে ঘনিষ্ঠ কয়েকটি বাণিজ্য পার্টনারের সাথে একটি সাধারণ বাণিজ্য চুক্তির মাধ্যমে দেশটির অর্থনীতির আকার অন্তত ১ দশমিক ৮ শতাংশ সঙ্কুচিত হতে পারে। যদিও প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রত্যাহার চুক্তিতে এমনটিই বলা হয়েছে।
কনজারভেটিভ পার্টির এক মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রীর প্রত্যাহার চুক্তি বেশ চমৎকার। আমাদের ঘনিষ্ঠ বাণিজ্য পার্টনারদের সাথে ভবিষ্যতে মুক্ত বাণিজ্য ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতার মাধ্যমে সম্পর্ক রক্ষার বিষয়টি উনার চুক্তিতে স্পষ্ট করা হয়েছে। বিশ্বের নানা প্রান্তের দেশের সাথে বাণিজ্য চুক্তি আমাদের ব্যবসায়ীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।
এ দিকে প্রায় অনুরূপ ধ্বনি শোনা গেছে কনজারভেটিভের ইশতেহারে। দেশটির রফতানি বাড়াতে, মূল্য কমাতে ও বিনিয়োগ চাঙ্গা করতে মুক্ত বাণিজ্য চুক্তি ‘উৎকৃষ্টতম পন্থা’ বলে উল্লেখ করা হয়েছে পার্টিটির ইশতেহারে।
ইউকেটিপিওর বিশ্লেষণের সারকথা, বিভিন্ন দেশের সাথে মন্ত্রীদের উচ্চাভিলাষী চুক্তির প্রতিশ্রুতি সত্ত্বেও বহু উচ্চারিত মুক্ত বাণিজ্য চুক্তির সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। ব্রেক্সিটের ক্ষতি কাটানোর কোনো সম্ভাবনা নেই এসব চুক্তির।
ব্রেক্সিটের পর ইইউর সাথে মুক্ত বাণিজ্য চুক্তি ও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সাথে নতুন মুক্ত বাণিজ্য চুক্তি দেশটির অর্থনীতিকে ১ দশমিক ৪ শতাংশ ক্ষতিগ্রস্ত করতে পারে বলে উল্লেখ করা হয়েছে উল্লিখিত বিশ্লেষণে। যার পরিমাণ দাঁড়াবে ২ হাজার ৮০০ কোটি পাউন্ড। অর্থাৎ প্রতি পরিবারের ক্ষতি হবে ১ হাজার পাউন্ড।
সাসেক্স বিশ্ববিদ্যালয় পরিচালিত ইউকেটিপিওর বিশ্লেষণ অনুযায়ী, ইইউর সাথে পরিকল্পিত মুক্ত বাণিজ্য চুক্তির ফলে ব্রিটেনের কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ খাত লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব খাতে প্রতিযোগিতা কম হওয়ায় তা সম্ভব হবে। তবে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড আমদানি শুল্ক কমালে ও কোটা আরোপ করলে কৃষি খাতের আমদানিতে অস্থিরতা দেখা দেবে, যা ব্রিটেনের কাক্সিক্ষত সুবিধার পথে বাধা হয়ে দাঁড়াবে।

 


আরো সংবাদ



premium cement
দুই বিভাগে বৃষ্টি হতে পারে ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের ‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত

সকল