১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


নিউ ইয়র্কের সমাবেশে কাশ্মিরিদের সাথে সংহতি ঘোষণা : মুসলিম ডে প্যারেড

-

নিউ ইয়র্কের ম্যানহাটনের ৩৮ স্টিট অ্যান্ড মেডিসন অ্যাভিনিউতে ৩৫তম বার্ষিক মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত হয়েছে। কাশ্মিরিদের অধিকার ও মুসলমানদের ঐক্যের ওপর জোর দেয়া হয় এবারের আয়োজনে। আয়োজকরা জানিয়েছেন, এ বছর প্রায় ৩ হাজার লোক এই প্যারেডে অংশ নিয়েছে। মুসলিম ডে প্যারেড আয়োজক কমিটির প্রেসিডেন্ট ফারিজ ফাইয়াজ আল জাজিরাকে বলেন, ‘মুসলিম ডে প্যারেডের লক্ষ্য ছিল আমাদের সমস্ত কীর্তি উদযাপন করা, কৃতিত্বের বিষয়গুলো তুলে ধরা, আমাদের ধর্মের সাথে সামঞ্জস্যপূর্ণ সংস্কৃতিক বৈচিত্র্য উপস্থাপন করা।’
মুসলিম ডে প্যারেডে অংশ নেয়া অনেকেই ইসলামভীতির পাশাপাশি ভারত অধিকৃত কাশ্মির থেকে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত মুসলিম সম্প্রদায়ের ওপর চলমান নিপীড়নের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। ভারত কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের পর গত প্রায় ৫০ দিন ধরে গোটা উপত্যকাটি অবরুদ্ধ অবস্থায় রয়েছে এবং হাজার হাজার মানুষকে আটক করা হয়েছে।
ফারিক ফাইয়াজ বলেছেন, ‘এই বছর আমরা কাশ্মিরের দিকে মনোনিবেশ করছি কারণ এটি একটি বড় উদ্বেগের বিষয়।’ তিনি বলেন, ‘দুর্ভাগ্যক্রমে আন্তর্জাতিক সম্প্রদায়ের বেশির ভাগই এ বিষয়ে চুপ রয়েছে এবং তারা কেবল ভারত সরকারকে খুশি করছে।’
কাশ্মিরের বর্তমান সঙ্কটের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেয়া আমনা আখুন বলেন, এই প্যারেড অমুসলিমদেরকে মুসলিম আমেরিকানদের বৈচিত্র্য সম্পর্কে জানা ও দেখার সুযোগ করে দেয় এবং বর্তমান প্রশাসনের অধীনে ছড়ানো ঘৃণাকে ধ্বংস করতে সহায়তা করতে পারে।
আখুন বলেন, ‘বিশেষ করে নিউ ইয়র্কে, এখানে এক বিশাল বৈচিত্র্য রয়েছে যেখানে সবধরনের লোকের বসবাস। যখন অন্যান্য গোষ্ঠী নির্দিষ্ট মুসলিম সম্প্রদায় সম্পর্কে জানে না, তখন তারা একটি অনুমানের ভিত্তি দাঁড় করায় এবং ঘৃণা তৈরি করে ... তাই আমি মনে করি যে, এই জাতীয় প্যারেড হওয়া এত গুরুত্বপূর্ণ যে, যেখানে তারা আমাদের অবস্থান কী তা দেখতে পাচ্ছে।’ এ দিন অসংখ্য প্রতিবাদকারীকে কাশ্মিরিদের মানবাধিকার পুনরুদ্ধার করার দাবি এবং ভারতেরূপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদক্ষেপের বিরুদ্ধে বিভিন্ন সেøাগান সংবলিত প্ল্যাকার্ড বহন করতে দেখা যায়।
আইভরি কোস্টের অ্যাডামস ফোফানা, যিনি ছয় বছর ধরে কুচকাওয়াজে অংশ নিচ্ছেন, তিনি বলেন, আমি এখানে আসতে পছন্দ করি কারণ এটি মুসলিম সম্প্রদায়ের বৈচিত্র্যের স্মারক। তিনি বলেন, ‘যতবার আমরা এখানে আসি, প্রত্যেকবারই মুসলিম সম্প্রদায়ের আলাদা আলাদা রঙ দেখতে পাই।’ ‘আমি এটি পছন্দ করি; এমনকি টুপিও আমার পছন্দ, যখন আমি আরবীয় টুপি বা আফ্রিকান টুপি দেখি, যদিও দু’টির মধ্যে অনেক পার্থক্য রয়েছে তবুও আমি এ বৈচিত্র্যকে ভালোবাসি।’
দক্ষিণ এশিয়া, ইন্দোনেশিয়া ও আফ্রিকা থেকে আগত বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের যারা এ প্যারেডে যোগ দিতে এসেছেন তাদের সবারই অনুভূতি ফোফানার বর্ণনায় প্রতিফলিত হয়েছে। আগত সবাই বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের ঐতিহ্যকে একীভূত করার জন্যই এখানে এসেছেন।
প্যারেডে যোগ দেয়া ১১ বছর বয়সী রিদা খান বলছিলেন, ‘আমার জন্ম হয়েছিল ৯/১১-এর ঠিক পরেই। ছোট থেকেই আমি এখানে বড় হয়েছি। আমি এদেশের মুসলিম আমেরিকানদের সম্পর্কে প্রায় সবই জানি।’ ‘সুতরাং আমি কেবল আমাদের একত্রিত হওয়া এবং একে অপরকে ভালোবাসা এবং সমর্থন প্রদর্শন করা জরুরি বলে মনে করি, কারণ এখানে এরকম মুহূর্তগুলো খুঁজে পাওয়া বিরল।’
আমেরিকায় বসবাসকারী মুসলিম নারী-পুরুষের সংখ্যা প্রায় ৯০ লাখ। মুসলিমদের অধিকার সংরক্ষণে এ প্যারেড অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৮৫ সাল থেকে ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড চলে আসছে। রোববার দিবসটির ৩৫তম বার্ষিকী উদযাপন করা হয়।
অনেকেই মনে করেন, আমেরিকাতে মুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞাসহ ট্রাম্প প্রশাসনের একাধিক আক্রমণ সত্ত্বেও মুসলিম আমেরিকানদের জন্য এই প্যারেড নিজেদের তুলে ধরার একটি সুযোগ।
নিউ ইয়র্কের কাউন্সিল অফ আমেরিকান ইসলামিক রিলেশনসের আইনবিষয়ক পরিচালক আহমদ মোহাম্মদ আল জাজিরাকে বলেন, থকেবল নিউ ইয়র্কই নয় বরং সারা বিশ্বেই মুসলমানদের ছায়া থেকে আলোয় বেরিয়ে আসতে হবে, নিজেদের একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী সম্প্রদায় হিসেবে দাঁড় করাতে হবে, এটি খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান রাজনৈতিক সঙ্কট আমাদের অনুপ্রাণিত করে এবং যেসব বিষয় আমাদের জন্য প্রয়োজনীয় তা নিয়ে অন্যদের প্রতিবাদ করতে উৎসাহিত করে।’


আরো সংবাদ



premium cement
আরো ৩ জাহাজে হামলা হাউছিদের জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে উত্তাল ইউক্রেন ‘শয়তানের নিঃশ্বাস‘ নামের যে ড্রাগ প্রতারণায় ব্যবহার হচ্ছে যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে মার্কিন বিমানবাহিনীর সদস্য নিহত পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিএনপির সমাবেশ শুরু টঙ্গীতে ৩ তলার ছাদ থেকে পড়ে বিএনপি নেতার ছেলের মৃত্যু মালদ্বীপ থেকে সব সৈন্য প্রত্যাহার করেছে ভারত জামিন পেলেন কেজরিওয়াল, তবে ভোটগণনার দিন থাকতে হবে জেলেই পরকীয়া প্রেমিক যুগলের গলায় জুতার মালা : চেয়ারম্যান বরখাস্ত সমাবেশে যোগ দিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা রংপুরে রেয়াত পদ্ধতি চালুসহ ৪ দফা দাবিতে মানববন্ধন

সকল