০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


লিবিয়ার সহিংসতা দ্রুত বন্ধের আহ্বান ছয় দেশের

-

মিসর, ফ্রান্স, ইতালি, সংযুক্ত আরব আমিরাত, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র ত্রিপোলিতে চলমান লড়াই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসঙ্ঘের মধ্যস্থতায় রাজনৈতিক প্রক্রিয়ার দিকে ফিরে যাওয়ার জন্য লিবিয়ার প্রতি আহ্বান জানিয়েছে দেশগুলো।
মঙ্গলবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে ছয় দেশ ‘অবিলম্বে’ চলমান লড়াইয়ের তীব্রতা কমিয়ে আনা এবং যুদ্ধ স্থগিত করার আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়েছে, লিবিয়ায় সমস্যার সমাধান সামরিকভাবে হতে পারে না। দেশটির নিরাপত্তা সঙ্কটকে কাজে লাগানোর জন্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোর চলমান অপচেষ্টার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে ত্রিপোলিতে লড়াইরত সব পক্ষকে ‘এই ধরনের সন্ত্রাসীদের থেকে নিজেদেরকে দূরে রাখার’ আহ্বান জানায় তারা। ‘আমাদেরকে জাতিসঙ্ঘের মধ্যস্থতা পুনরায় জোরদার করতে হবে, যা লিবিয়ানদের প্রতিনিধিত্বকারী একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করবে। যেটি বিশ্বস্ততার সাথে পার্লামেন্টারি ও প্রেসিডেন্সিয়াল নির্বাচনের জন্য প্রস্তুত করতে, সম্পদগুলোর ন্যায্য বরাদ্দ নিশ্চিত করতে এবং সেন্ট্রাল ব্যাংক অফ লিবিয়া ও অন্য সার্বভৌম প্রতিষ্ঠানগুলোর পুনর্মিলনে অগ্রগতি আনতে সক্ষম হবে।
বিবৃতি অনুযায়ী, লিবিয়ায় সহিংসতায় প্রায় এক হাজার ১০০ জনের প্রাণহানি ঘটেছে, এক লাখেরও বেশি উদ্বাস্তু হয়েছে এবং দেশে জরুরি মানবিক অবস্থা বাড়ছে। চলমান সংঘর্ষে অস্থিতিশীলতা লিবিয়ার জ্বালানিখাতকে হুমকিতে ফেলে দিয়েছে এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে অভিবাসন প্রত্যাশীদের ট্রাজেডি বৃদ্ধি পেয়েছে’। ২০১১ সাল থেকে লিবিয়া অবরুদ্ধ হয়ে পড়েছে। ন্যাটোর সমর্থিত বিদ্রোহের ফলে চার দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা দীর্ঘমেয়াদি প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির পতন ও মৃত্যু ঘটে। তারপরে দেশটি রাজনৈতিকভাবে বিভক্ত হয়ে পড়েছে। কমান্ডার খলিফা হাফতারের নেতৃত্বে তবরুকে এবং জাতিসঙ্ঘের স্বীকৃত ও বিপুলসংখ্যক সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠী ত্রিপোলিতে শাসন পরিচালনা করছে।


আরো সংবাদ



premium cement
ইসরাইল-গাজা যুদ্ধবিরতি আলোচনা নিয়ে কায়রোতে জোরদার প্রচেষ্টা ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় থেকে ২৫ ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী আটক গাজীপুরে তুলার গুদামে আগুন স্টপেজের দাবিতে ফরিদপুরে প্রথম দিনই ট্রেনের গতিরোধ সন্দেশখালির ধর্ষণের অভিযোগ সাজানো, বিজেপি নেতার ভিডিওতে তোলপাড় খাগড়াছড়ির দীঘিনালায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যু গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় পূর্ব আফ্রিকায় মানবিক সঙ্কটের অবনতির হুমকি স্বরূপ এ জে মোহাম্মদ আলীর সম্মানে সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ ঘোষণা অনির্দিষ্টকালের জন্য সারাদেশে কর্মবিরতিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে বাংলাদেশ-মিসরের আলোচনা দুই অঞ্চলে ঝড়ের আভাস

সকল