২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ভারতে ২ জঙ্গি বিমানের সংঘর্ষে পাইলট নিহত

-

ভারতীয় বিমানবাহিনীর দু’টি যুদ্ধবিমান মাঝ আকাশে সংঘর্ষের পর বিধ্বস্ত হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। দেশটির দক্ষিণাঞ্চলের কর্ণাটক প্রদেশের বেঙ্গালুরুতে সূর্যকিরণ এরাবেটিকস টিমের ওই দু’টি বিমানের তিনজন পাইলটের মধ্যে একজন নিহত হয়েছেন। তবে বিধ্বস্ত বিমানের অপর দুই পাইলট নিরাপদে বেরিয়ে এসেছেন।
খবরে বলা হয়েছে, উত্তর বেঙ্গালুরুর ইয়েলাহানকা বিমান ঘাঁটিতে অনুশীলনের সময় বিমান দু’টির সংঘর্ষ হয়। একদিন পরই দেশটির বিমানবাহিনীর আনুষ্ঠানিক মেগা মহড়া শুরু হওয়ার কথা রয়েছে বেঙ্গালুরুতে। বেঙ্গালুর পুলিশ ও ফায়ার সার্ভিসের মহাপরিচালক এম এন রেড্ডি বলেন, বিমান দু’টিতে তিনজন পাইলট ছিলেন। তাদের মধ্যে একজন মারা গেছেন। অপর দু’জন আহত হলেও তারা শঙ্কামুক্ত।
ভিডিও ফুটেজে দেখা যায়, কসরতের সময় ওই দু’টি যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। পরে প্রায় কাছাকাছি স্থানেই বিমান দু’টি বিধ্বস্ত হয়। অপর একটি ভিডিওতে দেখা যায়, বিমানবাহিনীর ঘাঁটি থেকে কালো ধোঁয়া উড়ছে। বিমান বিধ্বস্তের পর ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। বিমান দু’টি বিধ্বস্ত হওয়ার ইয়েলাহানকা বিমান ঘাঁটি পরিদর্শনে গেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন। বেঙ্গালুরুতেই ছিলেন তিনি। সীতারামন বলেন, আমি দুর্ঘটনার খবর পেয়েছি।


আরো সংবাদ



premium cement