০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


ব্রেক্সিট ‘প্ল্যান বি’ নিয়ে পার্লামেন্টে ভোট ২৯ জানুয়ারি

-

ব্রিটেনের পার্লামেন্টে প্রধানমন্ত্রী থেরেসা মের ব্রেক্সিট ‘প্ল্যান বি’ নিয়ে বিতর্ক এবং ভোট হবে ২৯ জানুয়ারিতে। পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সের নেতা আন্দ্রিয়া লিডসম এ কথা জানিয়েছেন।
ইউরোপীয় ইউনিয়নের সাথে মের করা ব্রেক্সিট চুক্তি এ সপ্তাহে পার্লামেন্টের ভোটাভুটিতে পাস করতে না পারায় অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রী এখন জরুরি ভিত্তিতে ব্রেক্সিটের পথ খুঁজে পেতে এমপিদের সাথে বৈঠক করছেন। তবে তার এ প্রচেষ্টাতেও সাফল্যের লক্ষণ তেমন দেখা যাচ্ছে না। হাউজ অব কমন্সের নেতা লিডসম বলেছেন, ব্রেক্সিট প্রশ্নে আরেকটি প্রস্তাব আগামী সোমবার সামনে আনবেন প্রধানমন্ত্রী মে। সেদিনই তিনি পরবর্তী করণীয় নিয়ে একটি বিবৃতি দেবেন। আর ২৯ জানুয়ারি মঙ্গলবার ওই প্রস্তাব নিয়ে পুরো দিনব্যাপী বিতর্ক চলবে। এরপরই হবে ভোট।
বুধবার রাতে এমপিদের সাথে এক বৈঠকের পর মে তাদের নিজ স্বার্থ বিসর্জন দেয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘কাজটি সহজ নয়। কিন্তু এমপিরা জানেন, দেশের স্বার্থে তাদের একটি দায়িত্ব আছে। তাই আপনারা চুক্তি নিয়ে মতৈক্যে পৌঁছান এবং ব্রেক্সিট সম্পন্ন করুন।’


আরো সংবাদ



premium cement