২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

রাখাইনে আশ্রয়শিবিরে আগুনে ৬ রোহিঙ্গা নিহত

-

মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের জন্য নির্মিত আশ্রয়কেন্দ্রে অগ্নিকাণ্ডে অন্তত ছয়জনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার মধ্যরাতে জনাকীর্ণ রোহিঙ্গা আশ্রয়কেন্দ্রে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে এ প্রাণহানির ঘটনা ঘটে। স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগের সূত্রে এ তথ্য জানা গেছে। গত বছরের ২৫ আগস্ট মিয়ানমারের উত্তরাঞ্চলের রাখাইনে রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনীর নিষ্ঠুর অভিযানের মুখে সাত লাখ ২০ হাজার রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসে। তখন থেকে বিশ্ব পরিমণ্ডলে আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে মিয়ানমারের এ রোহিঙ্গা সঙ্কট।
রাখাইনে রক্তাক্ত অভিযান পরিচালনার দায়ে মিয়ানমারের শীর্ষস্থানীয় সেনা জেনারেলদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছে জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক পরিষদ। তবে জাতিসঙ্ঘের এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে দেশটি। ২০১২ সালে দেশটিতে সহিংসতা ছড়িয়ে পড়ার পর রাখাইনের রাজধানী সিত্তের দেিণ এক আশ্রয়শিবিরে এক লাখ ২৯ হাজার রোহিঙ্গাকে সরিয়ে নেয়া হয়। আশ্রিত এই রোহিঙ্গাদের জীবনযাপন প্রায় কারাবন্দীদের মতোই।
দেশটির উগ্রপন্থী বৌদ্ধদের তাণ্ডবে ওই বছর রাখাইনে শত শত রোহিঙ্গার প্রাণহানি ঘটে। মিয়ানমারের ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তা হ্যান সোয়ে বলেন, অনডু চ্যা আশ্রয়শিবিরে প্রায় চার হাজার রোহিঙ্গা রয়েছে। সিত্তে থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের এই রোহিঙ্গা শিবিরে শুক্রবার মধ্যরাতে আগুনের সূত্রপাত হয়। কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
তিনি বলেন, আগুনে ছয়জন মারা গেছেন। এদের মধ্যে একজন পুরুষ ও পাঁচজন নারী রয়েছেন। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে অন্তত ১৫টি ঘর পুড়ে গেছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার রাত ১টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে রাত ৩টা বেজে যায়। শিবিরে অগ্নিকাণ্ডের এ ঘটনায় ৮২০ জন রোহিঙ্গা খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন।
নিরাপত্তা পরিষদ শুনানি বুধবার
রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর চালানো নৃশংসতা বিষয়ে জাতিসঙ্ঘের তদন্ত দলের প্রধানের তৈরি করা রিপোর্টের ওপর নিরাপত্তা পরিষদে আগামী ২৪ অক্টোবর শুনানি অনুষ্ঠিত হবে। এ তদন্ত দল মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতা চালানোর ঘটনায় দেশটির সামরিক বাহিনীকে দায়ী করেছে। বৃহস্পতিবার কূটনীতিকরা এ কথা জানান। যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সসহ ৯টি দেশ মিয়ানমারের নৃশংসতা বিষয়ে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদকে সংস্থার তদন্ত দলের দেয়া তথ্য শুনানি করার অনুরোধ জানায়।
চীন এ আবেদনের বিরোধিতা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। কেননা মিয়ানমারের সামরিক বাহিনীর সাথে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং তারা নিরাপত্তা পরিষদের পদপে থেকে দেশটিকে রা করতে চায়। মিয়ানমারের আপত্তি সত্ত্বেও আগামী ২৪ অক্টোবর এ বৈঠকের দিন ধার্য করা হয়েছে। দেশটি জাতিসঙ্ঘের এ তদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান করেছে।
জাতিসঙ্ঘের ওই দল গত মাসে এক রিপোর্ট প্রকাশ করে। এতে মিয়ানমার পরিস্থিতি হেগের আন্তর্জাতিক ফৌজদারি আদালতে তুলতে বা অ্যাডহক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানানো হয়। ওই মিশন জানায়, রাখাইন রাজ্যে গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারের কমান্ডার-ইন-চিফসহ দেশটির শীর্ষ জেনারেলদের বিরুদ্ধে অবশ্যই তদন্ত করে তাদের বিচার করতে হবে।
তবে গত বছরের দমন অভিযান চলাকালে নৃশংস ঘটনায় মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে তোলা অভিযোগ দেশটি প্রত্যাখ্যান করেছে। সামরিক বাহিনীর ওই দমন অভিযানে বাধ্য হয়ে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এ সপ্তাহে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদকে দেয়া এক পত্রে মিয়ানমারের রাষ্ট্রদূত হাউ দো সুয়ান জানান, তার সরকার পরিষদে এ মিশনের চেয়ারম্যানের শুনানির আবেদন ‘জোরালোভাবে প্রত্যাখ্যান’ করেছে। ব্রিটেন, ফ্রান্স, পেরু, সুইডেন, আইভরিকোস্ট, নেদারল্যান্ড, পোল্যান্ড, কুয়েত ও যুক্তরাষ্ট্র এ বৈঠকের অনুরোধ জানায়।
ট্রাক-লরির সংঘর্ষে নিহত ৩
এ দিকে সিনহুয়া জানায়, মিয়ানমারের কিয়ান রাজ্যে দু’টি ট্রাকলরির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় মালিকানাধীন দৈনিক মিরর শুক্রবার এ কথা জানায়। মেওয়াড্ডি-কাওকারেইক এশিয়ান মহাসড়কে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৩টায় স্প্রে বোতল বোঝাই ২০ চাকাবিশিষ্ট একটি ট্রাকলরির সাথে বিপরীত থেকে আসা একই ধরনের অপর এক ট্রাকলরির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকলরি দু’টির সংঘর্ষে উভয় ট্রাকেই আগুন লেগে যায় ও প্রায় দেড় ঘণ্টাব্যাপী আগুন জ্বলতে থাকে, স্প্রেবাহী ট্রাকটি থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় কর্তৃপ জানিয়েছে, দুর্ঘটনার তদন্ত চলছে।

 


আরো সংবাদ



premium cement
বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, ক্লাসে ফেরার সিদ্ধান্ত আমদানি ব্যয় কমাতে দক্ষিণাঞ্চলের সূর্যমুখী তেলের আবাদ পাকুন্দিয়ায় গানের আসরে মারামারি, কলেজছাত্র নিহত আবারো হার পাকিস্তানের, শেষ সিরিজ জয়ের স্বপ্ন পাটকেলঘাটায় অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু দোয়ারাবাজারে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা : স্বামীর আমৃত্যু কারাদণ্ড গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার ভারতে দ্বিতীয় পর্বে ৮৮ আসনে ভোট

সকল