২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

পাকিস্তানের নতুন স্পিকার আসাদ কায়সার ডেপুটি স্পিকার কাসেম সুরি

-

তেহরিকে ইনসাফ মনোনীত প্রার্থী আসাদ কায়সার ও কাসেম সুরি পাকিস্তান জাতীয় পরিষদের যথাক্রমে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হয়ে শপথ নিয়েছেন। গতকাল বুধবার সকালে স্পিকার নির্বাচন শুরু হতে বিলম্ব ঘটে। ভোটগ্রহণ শুরুর আগে থেকেই হট্টগোল করতে থাকেন বিরোধীদলীয় জোটের সদস্যরা। নির্বাচনে ১৭৬টি ভোট পান তেহরিকে ইনসাফের প্রার্থী আসাদ কায়সার। তার প্রতিদ্বন্দ্বী বিরোধী জোটের প্রার্থী ও পাকিস্তান পিপলস পার্টির নেতা খুরশিদ শাহ পেয়েছেন ১৪৬ ভোট।
আসাদ কায়সার এর আগে খাইবার পাখতুনওয়া প্রাদেশিক পরিষদের স্পিকার ছিলেন। তিনি পাকিস্তান জাতীয় পরিষদের ১৮ নম্বর আসন থেকে এমপি নির্বাচিত হন। পাশাপাশি পিটিআই মনোনীত কাসেম সুরি ১৮৩ ভোট পেয়ে ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মুত্তাহিদা মজলিসে আমল ও সম্মিলিত বিরোধী দলের মনোনীত প্রার্থী মাওলানা আসাদ মাহমুদ পান ১৪৪ ভোট। বিদায়ী স্পিকার আয়াজ সাদিক পর্যায়ক্রমে নবনির্বাচিত স্পিকার আসাদ কায়সার ও ডেপুটি স্পিকার কাসেম সুরিকে শপথ পাঠ করান।


আরো সংবাদ



premium cement