২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

আন্দোলন করেই খালেদা জিয়াকে মুক্ত করবো : সেলিমা রহমান

- নয়া দিগন্ত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, রাজপথে আন্দোলন করেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো। এজন্য কাউকে দোষারোপ না করে খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাপিয়ে পড়ার আহ্বান জানান তিনি। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার দুপুরে ময়মনসিংহ নগরীর নতুনবাজার দলীয় কার্যালয়ে দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সেলিমা রহমান বলেন, পেঁয়াজের দাম বাড়লে, চালের দাম বাড়লে তারা (আওয়ামী লীগ সরকার) ভাবে বিএনপি ষড়যন্ত্র করছে। আসলে তাদের পায়ের নিচে মাটি নেই। এজনই তারা সব সময় ষড়যন্ত্রের গন্ধ পায়। বিএনপি ষড়যন্ত্র করে না। আমরা প্রকাশ্যে আন্দোলন করেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো।

দক্ষিণ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, ফখরুদ্দিন আহমেদ বাচ্চু ও সাবেক এমপি নুরজাহান ইয়াসমিন, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, যুগ্ম সম্পাদক কাজী রানা, সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক এ কে এম মাহবুবুল আলম মাহবুব, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট এম এ হান্নান খান, যুবদলের জেলা সভাপতি রোকনুজ্জামান সরকার রুকন, স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি শহীদুল আলম খসরু, শ্রমিক দলের জেলা সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহন প্রমুখ।

এদিকে একই দাবিতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


আরো সংবাদ



premium cement
মরুর উষ্ণতায় ক্ষতির মুখে কৃষি ছেলেদের কারণে বিপাকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির দুই বিভাগে বৃষ্টি হতে পারে ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের ‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার

সকল