২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে ময়মনসিংহে গণশুনানি

৩০ জন হতদরিদ্রের মাঝে সেলাই মেশিন, রিকশাভ্যানসহ নানা উপকরণ বিতরণ করেন বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান - ছবি : নয়া দিগন্ত

জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে ময়মনসিংহে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান।

জেলা প্রশাসক মো: মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক মো: কামরুল আহসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান প্রমুখ।

এ সময় উপজেলার সকল সরকারি দফতরের বিভাগীয় প্রধান ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

গণশুনানিতে উত্থাপিত বিভিন্ন সমস্যা ও অভিযোগের তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দেন বিভাগীয় কমিশনার।

এর আগে বিভাগীয় কমিশনার সদর উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম ও বিকল্প কর্মসংস্থান বাস্তবায়ন কর্মসূচির অধীনে ৩০ জন হতদরিদ্রের মাঝে সেলাই মেশিন, রিকশাভ্যানসহ নানা উপকরণ বিতরণ করেন।


আরো সংবাদ



premium cement