২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সৌদিতে গাড়িচাপায় বাংলাদেশী নিহত ,কিশোরগঞ্জের বাড়িতে শোকের ছায়া

সৌদিতে গাড়িচাপায় বাংলাদেশী নিহত ,কিশোরগঞ্জের বাড়িতে শোকের ছায়া - ফাইল ছবি

সৌদি আরবের নাজরানে প্রাইভেটকারের নিচে চাপা পড়ে মাওলানা মো: তাফাজ্জল হোসেন মঞ্জিল (৪৮) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। গত ২২শে আগস্ট স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহত মাওলানা মো. তাফাজ্জল হোসেন মঞ্জিল বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার বৌলাই ইউনিয়নের বিলবরুল্লা গ্রামের মৃত হাজী গোলামুন্নবীর একমাত্র ছেলে। তিনি প্রায় ১০ বছর আগে সৌদি আরবে যান। সেখানে বিন লাদেন কোম্পানীতে কাজ করতেন তিনি।

সৌদি আরবে যাওয়ার আগে তাফাজ্জল বাংলাদেশে মক্তবে শিক্ষকতা করতেন। এছাড়া তিনি স্থানীয় বিলবরুল্লা নাজির হাজীর বাড়ি জামে মসজিদের খতিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

এদিকে গত ২২শে আগস্ট দুর্ঘটনাটির ঘটনাটি ঘটলেও এর দুই দিন পর ২৪শে আগস্ট নাজরানের এক রুমমেটের মাধ্যমে মাওলানা মো. তাফাজ্জল হোসেন মঞ্জিলের মৃত্যুর খবরটি জানতে পারে পরিবার। এরপর থেকে পরিবারের সদস্যরা ভাসছেন চোখের জলে।

স্বজনেরা জানিয়েছেন, নিহত মাওলানা মো. তাফাজ্জল হোসেন মঞ্জিলের স্ত্রী, তিন ছেলে ও ছয় মেয়ে রয়েছে। মাওলানা মো. তাফাজ্জল হোসেন মঞ্জিলই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

নিহত মাওলানা মো. তাফাজ্জল হোসেন মঞ্জিলের বড় সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহাঙ্গীর হুসাইন আব্বাদী জানান, বাড়িতে টাকা পাঠানোর কথা ছিল তার বাবা মাওলানা মো. তাফাজ্জল হোসেন মঞ্জিলের। সেজন্যে উনি ব্যাংকে যাচ্ছিলেন। কিন্তু ব্যাংকে গিয়ে টাকা পাঠানোর আগেই পথে একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাফাজ্জলকে।

জাহাঙ্গীর হুসাইন আব্বাদী আরো জানান, তার বাবার লাশ দেশে আনার জন্য তারা সৌদি আরবের কোম্পানির সাথে যোগাযোগ করেছেন। এ সংক্রান্ত কাগজপত্রও প্রস্তুত করছেন। এজন্যে তিনি সরকারের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আকুতি জানিয়েছেন।


আরো সংবাদ



premium cement
‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

সকল