২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`
নালিতাবাড়ী উপজেলা নির্বাচন

আ'লীগের তৃণমূল ভোটে মোশারফ শেখ ফরিদ ও আশুরা বিজয়ী

আ'লীগের তৃণমূল ভোটে মোশারফ শেখ ফরিদ ও আশুরা বিজয়ী - সংগৃহীত

আসন্ন নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে আ'লীগের একক প্রার্থী নির্ধারণে তৃণমূল ভোটে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ মোশারফ হোসেন ১৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান লেবু পেয়েছেন ১২০ ভোট। এছাড়াও অন্যান্য প্রার্থীর মধ্যে আব্দুল হালিম উকিল পেয়েছেন ৭ ভোট এবং আসাদুজ্জামান পেয়েছেন ১ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সদস্য শেখ ফরিদ ৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ৬৬ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন উপজেলা কৃষক লীগের সদস্য নূরে আলম সিদ্দিকী জনি। ৩৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন প্রিন্সিপাল মুনিরুজ্জামান।

সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আশুরা বেগম। ৩৪ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন বন্দনা চাম্বুগং।

দলীয় সূত্র জানায়, হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী নির্ধারণে গত ২৮ জানুয়ারি দলের কার্যনির্বাহী সভা আহবান করা হয়। সভায় চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী হলেও শেষ পর্যন্ত তৃণমূল ভোটে লড়াই করেন ৪ জন। ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন।

৩০ জানুয়ারি সকাল দশটায় তৃণমূল ভোট শুরু হয়। বেলা দুইটা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ২৮২ জন ভোটারের মধ্যে ২৮০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে হয় বিকেলে এ ফলাফল ঘোষণা করা হয়।


আরো সংবাদ



premium cement