২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ময়মনসিংহে সাংবাদিক পরিচয়পত্র পাননি অনেকেই

- ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য আবেদন করেও সাংবাদিক পরিচয়পত্র পাননি অনেকেই। জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত দৈনিক প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, ইত্তেফাক, সমকাল, নয়া দিগন্ত, ডেইলি স্টার, মানবজমিন, ইনকিলাব, দিনকাল, যায়যায়দিন, এনটিভি, এটিএন বাংলাসহ প্রথম সারির অনেক প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক পরিচয় পত্র পাননি।

হালুয়াঘাটের একজন সাংবাদিক জানান, উপজেলায় কর্মরত জাতীয় পত্রিকার কয়েকজন সাংবাদিককে পরিচয়পত্র দেয়া হয়নি। ফুলপুরে মাত্র ছয়জন সাংবাদিককে পরিচয়পত্র দেয়া হয়েছে। দৈনিক ইত্তেফাক, কালেরকন্ঠ, নয়াদিগন্ত, যায়যায়দিনসহ বেশিরভাগ পত্রিকার সাংবাদিক পরিচয়পত্র পাননি।

ভালুকায় মাত্র ৯জনকে পরিচয়পত্র দেয়া হয়েছে। দৈনিক প্রথম আলো, সমকাল, যুগান্তর, বাংলাদেশ প্রতিদিন, ইনকিলাব, এনটিভি, আরটিভি, মাইটিভি, বৈশাখীটিভিসহ বেশিরভাগ সাংবাদিক পরিচয়পত্র পাননি। রাত ৯টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত অনেকেই পরিচয় পত্রের জন্য জেলা রিটানিং অফিসার ও উপজেলা পর্যায়ে সহকারি রিটানিং অফিসারের কার্যালয়ে অপেক্ষায় ছিলেন বলেও জানা যায়।

কী কারণে বা অজুহাতে প্রথম সারির পত্রিকা বা টিভি সাংবাদিকদের পরিচয় পত্র দেয়া হয়নি সে ব্যাপারে জেলা রিটানিং অফিসার বা জেলা প্রশাসনের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়ানি।

তবে জেলা গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে পরিচয়পত্র প্রদান করা হয়েছে বলে সাংবাদিকদের জানানো হয়।


আরো সংবাদ



premium cement