১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলকদ ১৪৪৫
`


৫ বছরের শিশুর ওপর এমন নির্মমতা!

৫ বছরের শিশুর ওপর এমন নির্মমতা! - সংগৃহীত

শিশুটির বয়স ৫ বছর। তার অপরাধ, সে চায়ের দোকানে গিয়েছিল। আর এই অপরাধেই শিশুটির ওপর নির্মম নির্যাতন চালিয়েছে এক বখাটে যুবক।

জানা যায়, চায়ের দোকানে যাওয়ায় এক শিশুকে পায়ূপথে গরম লোহার রড দিয়ে ছেকা দেয়াসহ নির্মম নির্যাতন চালিয়েছে এক বখাটে যুবক। নির্যাতিত শিশুটির নাম আবু নাইম। গতকাল শুক্রবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাইপাড় রাবারড্যাম বাজারে নিষ্ঠুর ও অমানবিক এই ঘটনাটি ঘটে।

পরে আশঙ্কাজনক অবস্থায় শিশু আবু নাইমকে শুক্রবার বিকেলে নালিতাবাড়ী হাসাতালে ভর্তি করা হয়।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, রাবারড্যাম এলাকার পানের দোকানদার হুমায়ুন কবিরের শিশু সন্তান আবু নাইম প্রতিদিনের মত একই এলাকার বাবুলের চায়ের দোকানে যায়। বাবুলের ছেলে হৃদয় (১৮) দোকান চালাচ্ছিল। এসময় শিশু আবু নাইমকে জোরপূর্বক ধরে বখাটে যুবক হৃদয় শিশুটিকে পায়ু পথে গরম লোহার রড দিয়ে ছেকা দেয়।

পরে শিশুটি দৌড়ে বাড়িতে পালিয়ে যায়। এরপর সে অসুস্থ্য হয়ে পড়লে গতকাল শুক্রবার বিকেলে আবু নাইমকে নালিতাবাড়ী হাসপাতালে ভর্তি করে তার পরিবার।

মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার শফিকুল ইসলাম বলেন, আমি ঘটনাটি জেনেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নালিতাবাড়ী হাসপাতালের চিকিৎসক ডা. নাহিদ বলেন, শিশুটিকে পায়ুপথে লোহার গরম রড দিয়ে ছেকা দেয়া হয়েছে। শিশুটি বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।

নালিতাবাড়ী থানার ওসি আবুল খায়ের বলেন, এ ব্যাপারে এখনও কোনো লিখিত আভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে অভিযুক্ত বখাটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
ফ্রান্সে কারা কর্মকর্তাদের হত্যা করে প্রিজনভ্যান থেকে আসামি ছিনতাই নিউ কালেডোনিয়ায় সহিংসতার পর কারফিউ, বন্ধ বিমানবন্দর থাইল্যান্ডের কারাগারে অনশনে থাকা তরুণীর মৃত্যু ভারতীয় পত্রিকার রিজার্ভ চুরির খবর মিথ্যা : বাংলাদেশ ব্যাংক প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গোক্তি করে ফেসবুকে পোস্ট, যুবলীগ নেতা গ্রেফতার রাফা ক্রসিং বন্ধের জন্য মিসরকে দায়ী করল ইসরাইল দেশের মাটি ধরে রাখাই এখন অনেক কঠিন : কিয়েভ কুবি শিক্ষার্থীর বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ ডোনাল্ড লু'র সফর নিয়ে আ'লীগ ও বিএনপিতে এত কথাবার্তা কেন? চট্টগ্রাম নেমে যা জানালেন বন্দীদশা থেকে মুক্ত নাবিকরা বাংলাদেশী ফুচকাই সেরা : ডোনাল্ড লু

সকল