২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সংগীতে টিকে তারিকের ব্যস্ততা

-

টিকে তারিক। একাধারে শিল্পি, সুরকার ও গীতিকার। বয়সে একেবারে তরুণ হলেও এ পর্যন্ত শতাধিক গান লিখেছেন ও সুর করেছেন। বর্তমানে দেশে ও দেশের বাইরে নিয়মিত স্টেজ শো করছেন। জানালেন, আসছে শীতে এ পর্যন্ত একাধিক স্টেজ শো করার প্রস্তাব পেয়েছেন। কিন্তু গানের অ্যালবামের কাজ চলাতে সব প্রস্তাব রাখা সম্ভব হচ্ছে না।

তারিক বলেন, আমি শিল্পী হবো- এই ছিল আমার একমাত্র স্বপ্ন। শৈশবে নানা আয়োজনে গান গাইতে গিয়ে সঙ্গীতে অনেকটা আসক্ত হয়ে পড়ি। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিবারই সফলতা অর্জন করেছি। তখন থেকেই সঙ্গীত আমার ধ্যান-জ্ঞান। এর বাইরে অন্য কিছু করার কথা ভাবতেও পারতাম না। যে কারণে আজীবনের লালিত স্বপ্ন বুকে গ্রাম থেকে ছুটে এসেছিলাম ঢাকায়। এরপর থেকে দিনের পর দিন ব্যস্ততা বাড়ছে, গাইতে পারছি নানা ধাঁচের গান। তারই ধারাবাহিকতায় নতুন নতুন প্রস্তাব পাচ্ছি এটাই এখন বড় প্রাপ্তি।

তারিক জানান, ১৬ সালে তার গানের অ্যালবাম ‘এক টুকরো মেঘ’ রিলিজ হয়। এরপর চলতি বছরে ‘তুমি জানলে না’ অ্যালবামটি রিলিজ হয়েছে। বর্তমানে আরো তিনটি আলবামের কাজ চলছে। তার প্রত্যাশা এবারে স্রোতাদের অন্য সময়ের চেয়ে আরো ভাল কিছু উপহার দিতে পারবেন।

মেধাবী এই তরুণ জানান, তিনি গান লিখা ও সুর করলেও মূলত গান গাইতে তিনি স্বাচ্ছন্দবোধ করেন। তাই গান নিয়েই তার সব স্বপ্ন। গানেই বেচেঁ থাকতে চান। বললেন, ‘গানে আমার জীবন গানে আমার মরন’। তিনি সব ধরনের গানই গাইতে পছন্দ করেন। তবে তার মধ্যে ফোক গান তার বেশী প্রিয়।


আরো সংবাদ



premium cement
‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

সকল