২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

চবি শিক্ষক সমিতির সেমিনারে বক্তারা শিক্ষার্থীদের যুগোপযোগী জ্ঞান-বিজ্ঞান শিক্ষা দিতে হবে

-

চট্টগ্রাম বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে ‘ঐরমযবৎ ঊফঁপধঃরড়হ ধহফ জবংবধৎপয রহ ইধহমষধফবংয : ঈড়হংঃৎধরহঃং ধহফ চৎড়ংঢ়বপঃং’ শীর্ষক বার্ষিক সেমিনার গতকাল সকালে চবি ব্যবসায় প্রসাশন অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শিরীণ আখতার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট ইতিহাসবিদ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নেপালের বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. ভিম প্রসাদ সুবেদি, চট্টগ্রাম মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা: মো: ইসমাইল খান চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মো: জাকির হোসেনের সভাপতিত্বে সেমিনার সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী। সেমিনারে স্বাগত ভাষণ দেন চবি সেমিনার আয়োজন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ সহিদ উল্যাহ।
প্রবন্ধকার প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, আমাদের মেধাবী শিক্ষক-গবেষকদের যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার সাথে সমন্বয় রেখে নতুন নতুন জ্ঞান উদ্ভাবন এবং শিক্ষার্থীদের মাঝে তা বিতরণের মাধ্যমে আধুনিক বিজ্ঞানমনস্ক দক্ষ ও যোগ্য মানবসম্পদ উৎপাদনে কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি বিশ^বিদ্যালয় আইন অনুসরণ করে মানসম্মত সিলেবাস প্রণয়নের মাধ্যমে শিক্ষাকে আধুনিকায়ন এবং এর সঠিক লক্ষ্য অর্জনে শিক্ষক-গবেষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
নেপাল বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. ভিম প্রসাদ সুবেদি বলেন, তিনি উচ্চশিক্ষা স্তরে বাংলাদেশের শিক্ষা ও গবেষণার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হয়ে মুগ্ধ হন।
ভিসি প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, বিশে^ মাথা উঁচু করে দাঁড়াতে হলে আধুনিক জ্ঞান-গবেষণার বিকল্প নেই। জ্ঞান-গবেষণায় যে জাতি যতবেশি সমৃদ্ধ সে জাতি ততবেশি উন্নত। আমাদের দরকার জ্ঞান-গবেষণায় সমৃদ্ধ উন্নত মানবসম্পদ।

 


আরো সংবাদ



premium cement