২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও নৈরাজ্যের জন্য অসুস্থ রাজনীতি দায়ী লেবার পার্টি

-

শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও নৈরাজ্যের জন্য অসুস্থ রাজনীতি দায়ী মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, দলকানা ছাত্র-শিক্ষক রাজনীতির কারণে শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও নৈরাজ্য বাসা বেঁধেছে। ছাত্রসমাজকে ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করায় শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নেই। ছাত্রলীগ চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভর্তি বাণিজ্য, নিয়োগ বাণিজ্যসহ নানা অপরাধে জড়িত। ছাত্রলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের কারণে দেশের শিক্ষাব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে।
গতকাল দলীয় কার্যালয়ে বাংলাদেশ ছাত্রমিশন আয়োজিত সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত নিরাপদ ক্যাম্পাস চাই শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ছাত্রমিশন কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মো: মিলনের সভাপতিত্বে কর্মশালায় বক্তৃতা করেন যুবমিশন সদস্যসচিব মো: সৈকত চৌধুরী, ছাত্রমিশন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক রাহেল হাসান আনোয়ার, সহসাংগঠনিক সম্পাদক মো: সাব্বির আহমেদ, প্রচার সম্পাদক হাফিজুর রহমান রিফাত, প্রকাশনা সম্পাদক মামুন অর রশীদ প্রমুখ।
ডা: ইরান বলেন, আর্দশহীন ক্ষমতা কেন্দ্রিক ছাত্ররাজনীতি ছাত্রসমাজের জন্য আশীর্বাদ না হয়ে অভিশাপে পরিণত হয়েছে। শিক্ষা জাতির মেরুদণ্ড হলেও আজ শিক্ষার মেরুদণ্ড ভেঙে পড়েছে। সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে শিক্ষাখাত আজ দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। সরকার গণতন্ত্রকে হত্যা করে দেশে একনায়কতন্ত্র কায়েম করেছে। ছাত্রসমাজের ন্যায্য দাবি আদায়ে ছাত্রমিশনের নেতাকর্মীদের যোগ্যতা ও মেধার বিকাশ ঘটাতে হবে। তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক কর্মকাণ্ড নিয়ে ছাত্রদের কল্যাণে কাজ করতে হবে। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement